Astrological Remedies For Lost Item: সোনা, টাকা হোক বা যেকোনও জিনিস হারিয়ে গেলে করুন এই কাজ! ফিরে পাবেন সহজেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Astrological Remedies For Lost Item: জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। তার জন্য অনেক কষ্ট করতে হবে, তাই নয়, দ্রুত সেই হারানো মূল্যবান জিনিস ফিরে পেতে চান, তাহলে বেশ কয়েকটি প্রতিকার মেনে চলা দরকার।
advertisement
1/7

কোনও কিছুর যখনই দরকার পড়ে, ঠিক তখনই সেই জিনিসের হদিশ পাওয়া যায় না। সারা বাড়ি খুঁজেও কোনও কিনারা করা যায় না। এমন অনেক সময় অনেক চেষ্টা করেও হারানো জিনিস খুঁজে পাওয়া যায় না।
advertisement
2/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। তার জন্য অনেক কষ্ট করতে হবে, তাই নয়, দ্রুত সেই হারানো মূল্যবান জিনিস ফিরে পেতে চান, তাহলে বেশ কয়েকটি প্রতিকার মেনে চলা দরকার।
advertisement
3/7
কোনও মূল্যবান জিনিস হারিয়ে গেলে দেবী দুর্গার মন্দিরে ২টি নারকেল নিবেদন করুন। সঙ্গে বটুক ভৈরবের মন্ত্র জপ করুন। হারানো জিনিস ফিরে পেতে দেবী দুর্গা ও বাবা ভৈরবের কাছে প্রার্থনা করুন। এই প্রতিকারের ফলে শীঘ্রই হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন।
advertisement
4/7
টাকা ভর্তি মানিব্যাগ বা নোট কোথাও হারিয়ে গেলে বাড়িতে পদ্ম ফুলের মাঝখানে যজ্ঞ করতে পারেন। এই প্রতিকারে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে সাহায্য করবে।
advertisement
5/7
রাহু যদি কুণ্ডলীতে অশুভ অবস্থানে করে, তাহলে ব্যক্তির কাছ থেকে কিছু প্রয়োজনীয় ও দামি জিনিস হারিয়ে যাওয়া সম্ভব। যদি কোনও মূল্যবান জিনিস হারিয়ে যায়, তবে দূর্বার একটি গিঁট বেঁধে হারানো জিনিসটি পেতে প্রার্থনা করতে পারেন। দূর্বা ও রাহুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রে দূর্বাকে রাহুর উদ্ভিদ হিসেবে দেখা হয়। দূর্বাতে গিঁট বাঁধলে রাহু শান্ত হয় ও হারানো বস্তু উদ্ধার হয়।
advertisement
6/7
আপনি যদি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া জিনিস খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাহলে হলুদ কাপড়ে হলুদের টুকরো বেঁধে বাড়ির একটি পরিষ্কার জায়গায় রাখুন। বান্ডিলের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে ওম গণেশে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করুন। এবার সেই বান্ডিলটি দিয়ে হারিয়ে যাওয়া জিনিসটি সন্ধান করুন, আপনি শীঘ্রই সাফল্য পাবেন।
advertisement
7/7
শাস্ত্রে বলা আছে যে কোনও মূল্যবান জিনিস হারিয়ে গেলে সাদা রঙের রুমালের মাঝখানে একটি মুদ্রা রাখুন। চার কোণায় গিঁট বাঁধুন। যেটি হারিয়ে গিয়েছে, সেগুলি ফিরে পেতে সাহায্য করবে। এই প্রতিকারে সত্যিই সাফল্যে মেলে বলে বিশ্বাস করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrological Remedies For Lost Item: সোনা, টাকা হোক বা যেকোনও জিনিস হারিয়ে গেলে করুন এই কাজ! ফিরে পাবেন সহজেই