TRENDING:

Astrological Predictions: একটি গাছই ঘুরিয়ে দেবে ভাগ্য! ফুল ভরিয়ে দেবে, অপূর্ণতাই পূরণ করবে, জীবনকে সুন্দর করবে

Last Updated:
Astrological Predictions: এর ফুল জীবন সুরভিত করে, ফল রাখে নীরোগ, কাঠ হয় উপার্জনের সহায়ক। সে কথাই এবার আমাদের জানিয়েছেন মোহনপুর, সমস্তিপুরের মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদাচার্য ডা. বালেশ্বর শর্মা।
advertisement
1/13
একটি গাছই ঘুরিয়ে দেবে ভাগ্য! ফুল ভরিয়ে দেবে, অপূর্ণতাই পূরণ করবে, জীবন সুন্দর
যে গাছ থেকে বালক কৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালীয়দহে, পর্যুদস্ত করেছিলেন নাগরাজের দর্প, সেই গাছ কদম। প্রতীকী ছবি ৷ 
advertisement
2/13
যে গাছের শাখে দুলত রাধার আর তাঁর আনন্দঘন মুহূর্তের দোলনা, সেও কদম। বৈষ্ণব পদাবলী এই ভাবে বার বার কদমের মাহাত্ম্য বর্ণনা করেছে। যে গাছ স্বয়ং দেবতারও প্রিয়, তা আমাদের মানুষদের জীবনও কিন্তু ভরিয়ে তুলতে পারে সমৃদ্ধিতে। প্রতীকী ছবি ৷ 
advertisement
3/13
বলা যেতেই পারে, আমাদের সমাজজীবনে কদমগাছের উপস্থিতি দেবতার আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এর ফুল জীবন সুরভিত করে, ফল রাখে নীরোগ, কাঠ হয় উপার্জনের সহায়ক। প্রতীকী ছবি ৷ 
advertisement
4/13
সে কথাই এবার আমাদের জানিয়েছেন মোহনপুর, সমস্তিপুরের মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদাচার্য ডা. বালেশ্বর শর্মা। প্রতীকী ছবি ৷ 
advertisement
5/13
শহরাঞ্চলে যে কদমগাছ চোখে পড়ে না, এমন নয়। তবে কংক্রিটের জঙ্গলে প্রকৃতির অনাবিলতা আংশিক স্বীকার করে নিতেই হয়। কদমের প্রাচুর্য তাই ঘন জনবসতির বাইরে। প্রতীকী ছবি ৷ 
advertisement
6/13
সাধারণত গ্রামে জন্মানো এই গাছের ফল পিত্তজনিত বিভিন্ন রোগ নিরাময়ে খুবই উপকারী বলে বিবেচিত হয়। এটির নিয়মিত ব্যবহার হজমের উন্নতি করে এবং ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে কম ক্যালোরি এবং বেশি মাত্রায় জল রয়েছে। প্রতীকী ছবি ৷ 
advertisement
7/13
এই ফলটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল করতে এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক। এই ফলটি সম্পূর্ণ পাকলে এর রঙ হলুদ হয়, যার মধ্যে লুকিয়ে থাকে ঔষধি গুণ, যা বিভিন্ন রোগের চিকিৎসায় উপকারী প্রমাণিত হয়। প্রতীকী ছবি ৷ 
advertisement
8/13
গত ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, মোহনপুর, সমস্তিপুরের মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদাচার্য ডা. বালেশ্বর শর্মা বলেছেন যে কদম ফলের চাষ কৃষকরাও করে থাকেন, তবে এটি প্রায়শই জঙ্গলে জন্মায়। প্রতীকী ছবি ৷ 
advertisement
9/13
তিনি বলেন, এটি কোনও সাধারণ গাছ নয়। এটি প্রচুর পরিমাণে ঔষধি গুণে পরিপূর্ণ। ডা. শর্মা আরও বলেন যে, এর সেবনে শরীরে কফের সামান্য বৃদ্ধি ঘটলেও এটি পিত্তজনিত রোগ দূর করে। প্রতীকী ছবি ৷ 
advertisement
10/13
এছাড়া আরও অনেক রোগের চিকিৎসায়ও এই ফলটি প্রতিষেধক হিসেবে প্রমাণিত। শুধু কদম ফল নয়, এর কাঠের উপকারিতাও অনেক। তিনি বলেন, কদম ফল থেকে উদ্যানচাষিরা শুধু ভাল আয়ই করেন না, এর কাঠও অত্যন্ত মূল্যবান। প্রতীকী ছবি ৷ 
advertisement
11/13
এই কাঠ খাট, টেবিল এবং অন্যান্য আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। কদম কাঠ শক্তিশালী এবং টেকসই, এটি দারুশিল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান রূপে ব্যবহৃত হয়ে থাকে। প্রতীকী ছবি ৷ 
advertisement
12/13
এই ভাবে কৃষকরা কদম ফল এবং এই গাছের কাঠ উভয় থেকেই অর্থনৈতিক সুবিধা পেতে পারেন, যা তাঁদের আয় বৃদ্ধি করবে এবং তাঁদের জন্য একটি টেকসই ব্যবসার ভিত্তি তৈরি করবে। প্রতীকী ছবি ৷ 
advertisement
13/13
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷ 
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrological Predictions: একটি গাছই ঘুরিয়ে দেবে ভাগ্য! ফুল ভরিয়ে দেবে, অপূর্ণতাই পূরণ করবে, জীবনকে সুন্দর করবে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল