TRENDING:

Friday the Thirteenth: ১৩ তারিখ এবং শুক্রবার পৃথিবীর ভয়ঙ্করতম দিন... আজও বিক্রি হয় না কোনও টিকিট, বেড়াতে যান না কেউ... ঠিক কী হয়েছিল?

Last Updated:
একে শুক্রবার৷ তার উপরে ১৩ তারিখ৷ এই দুইয়ের মেলবন্ধনকে বিশ্বজুড়েই মানুষ অশুভ বলে মনে করে আসছে৷ এই আতঙ্ক বা অশুভ ইঙ্গিতের পিছনে আদৌ কি কোনও সত্যতা রয়েছে? অনেক দেশেই মানুষ এমন দিনে ঘর থেকে বের হন না৷ ১৩ নম্বর নাকি এমনই বিপজ্জনক যে, কোনও হোটেলে ১৩ নম্বর ঘর থাকে না, বাড়ির ঠিকানায় অনেকে ১৩ নম্বর রাখতে চান না, এমনকি, গাড়ির নম্বরেও ১৩ নম্বর রাখা এড়িয়ে চলেন।
advertisement
1/10
১৩ তারিখ এবং শুক্রবার পৃথিবীর ভয়ঙ্করতম দিন... আজও বিক্রি হয় না কোনও টিকিট, বেড়াতে যান না
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
2/10
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
3/10
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
4/10
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
5/10
একে শুক্রবার৷ তার উপরে ১৩ তারিখ৷ এই দুইয়ের মেলবন্ধনকে বিশ্বজুড়েই মানুষ অশুভ বলে মনে করে আসছে৷ এই আতঙ্ক বা অশুভ ইঙ্গিতের পিছনে আদৌ কি কোনও সত্যতা রয়েছে? অনেক দেশেই মানুষ এমন দিনে ঘর থেকে বের হন না৷ ১৩ নম্বর নাকি এমনই বিপজ্জনক যে, কোনও হোটেলে ১৩ নম্বর ঘর থাকে না, বাড়ির ঠিকানায় অনেকে ১৩ নম্বর রাখতে চান না, এমনকি, গাড়ির নম্বরেও ১৩ নম্বর রাখা এড়িয়ে চলেন।
advertisement
6/10
কিছু মানুষ ১৩ নম্বরটিকে এতটাই ভয় পান যে, তাঁরা বিমানের ১৩ তম সারিতে বসতে চান না। ফ্রান্সে, ডিনার টেবিলে ১৩টি চেয়ার রাখা হয় না। ইউরোপের বেশিরভাগ মানুষ ১৩ তারিখে বিমানে চড়তে চান না। সেই কারণে এ দিনে ইউরোপে বিমান ভাড়া সস্তা থাকে।
advertisement
7/10
জার্মান ভাষায় একটি প্রবাদ আছে, ‘এখন ১৩ তম ঘণ্টা এসেছে’, অর্থাৎ, অশুভ সময় ঘনিয়ে এসেছে। ব্রিটেনে শুধু শুক্রবারেই ফাঁসি দেওয়া হয়।
advertisement
8/10
গবেষকদের মতে, প্রাচীনকালে ফাঁসি কাঠে ওঠার সিঁড়িতে ১৩টি ধাপ থাকত। গণিতের নিয়ম অনুসারে, ১২ নম্বর একটি পূর্ণসংখ্যা। বছরে ১২ মাস, ঘড়িতে ১২ ঘণ্টা এবং ১২টি রাশি রয়েছে। এর পরে, ১৩ নম্বরটিকে ভারসাম্যহীন সংখ্যা হিসাবে বিবেচনা করেন তাঁরা। এ কারণে এটিকে অশুভও মনে করা হয়।
advertisement
9/10
১৩ তারিখে ফ্লাইট ও ট্রেনের টিকিট বেশি বিক্রি হয় না। বিশেষ দিন সংক্রান্ত এই আতঙ্ককে বলে প্যারাস্কেভিদেকাত্রিয়াফোবিয়া।
advertisement
10/10
সারা বিশ্বে ১৩ তারিখ এবং শুক্রবারকে খারাপ বলে মনে করা হয় কারণ এই দিনে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। ১৩০৭ সালের ১৩ অক্টোবর ফ্রান্সে একটি বড় দুর্ঘটনা ঘটে। এই দিনটিও ছিল শুক্রবার। তবে এগুলির পিছনে কোনও বৈজ্ঞানীক ব্যাখ্যা নেই।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Friday the Thirteenth: ১৩ তারিখ এবং শুক্রবার পৃথিবীর ভয়ঙ্করতম দিন... আজও বিক্রি হয় না কোনও টিকিট, বেড়াতে যান না কেউ... ঠিক কী হয়েছিল?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল