Astro Tips: বালিশ-বিছানার নীচে পাঁচ জিনিস! কেড়ে নেবে জীবনের সব কিছুই, সংসারে অশান্তি, টাকা পয়সার টানাটানি, মাথায় আকাশ ভেঙে পড়বে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Astro Tips: বাস্তু অনুযায়ী, এমন ক্ষতি যা আপনার জীবনকে হয়তো বদলে দিতে পারে। বিছানা বা বালিশের নীচে রাখা জিনিসগুলি থেকে বেরিয়ে আসা অশুভ শক্তি আপনার শরীরের ক্ষতি করতে পারে।
advertisement
1/8

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে থাকা প্রতিটি জিনিসের মধ্যে বিশেষ শক্তি থাকে। কোনও জিনিস থেকে শুভ শক্তি ও কোনও জিনিস থেকে অশুভ শক্তি বের হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
আমরা অনেকেই বিছানা বা বালিশের নীচে অনেক রকম জিনিস রেখে থাকি। বাস্তু মতে কিছু জিনিস আছে যা বালিশের নীচে রাখতে নেই। তাতে আমাদের নানাবিধ ক্ষতি হয়ে যেতে পারে।
advertisement
3/8
বাস্তু অনুযায়ী, এমন ক্ষতি যা আপনার জীবনকে হয়তো বদলে দিতে পারে। বিছানা বা বালিশের নীচে রাখা জিনিসগুলি থেকে বেরিয়ে আসা অশুভ শক্তি আপনার শরীরের ক্ষতি করতে পারে। তাই ভুল করেও এই জিনিসগুলি বিছানা বা বালিশের নীচে রাখবেন না।
advertisement
4/8
তালিকায় প্রথমেই রয়েছে, বালিশের নীচে বই রাখা একদম উচিত নয়। বালিশের নীচে বই থাকলে মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যা আমাদের ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটাতে পারে।
advertisement
5/8
কোনও রকম যন্ত্রপাতি বা ভাঙাচোরা কোনও জিনিস অথবা ব্যায়াম করার জিনিস বিছানার নীচে না রাখাই ভাল। এর ফলে পরিবারের মানুষজনদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
advertisement
6/8
ছুরি, কাঁচি, সূচ বা ধারালো কোনও জিনিস বালিশের নীচে রাখা চলবে না। কারণ এ সব জিনিস আমাদের মনকে বিব্রত করতে পারে বা মনে হিংসার ভাব সৃষ্টি করতে পারে।
advertisement
7/8
বিছানার নীচে ঝাঁটা, ঝাড়ু রাখা খুব অশুভ বলে মানা হয়। ঝাঁটা বা ঝাড়ু বিছানার নীচে রাখলে জীবনে কোনও না কোনও ভাবে দারিদ্র নেমে আসে।
advertisement
8/8
বিছানার নীচে জুতো কখনও রাখা উচিত নয়। এতে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং ঘুমে ব্যাঘাত আসতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: বালিশ-বিছানার নীচে পাঁচ জিনিস! কেড়ে নেবে জীবনের সব কিছুই, সংসারে অশান্তি, টাকা পয়সার টানাটানি, মাথায় আকাশ ভেঙে পড়বে