TRENDING:

Astro Tips: শত্রু কে! চিনতে পারছেন না, জ্যোতিষীর পরামর্শে চিনুন শত্রুকে, নাশ করুন এই টোটকায়

Last Updated:
Astro Tips: আপনার কি অনেক শত্রু! শত্রু নাশ করতে ব্যবহার করুন সহজ টোটকা
advertisement
1/7
শত্রু কে! চিনতে পারছেন না, জ্যোতিষীর পরামর্শে চিনুন শত্রুকে, নাশ করুন
এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, তাঁদের মধ্যে শত্রুর ভয় নেই, সে রকম মানুষ পাওয়া খুবই কঠিন ব্যাপার। আর আমরা সকলেই নিজের শত্রুকে খুবই ভয় পেয়ে চলি।
advertisement
2/7
কারণ, কখন কোন মুহূর্তে যে সে আমাদের ক্ষতি করে দেবে, তাঁর কোনও ঠিক নেই। শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা জন্মছক দেখে বোঝা যায়, কোন দিক থেকে মানুষ তাঁর ক্ষতি করতে পারে।
advertisement
3/7
শত্রু যে সব সময়ে বাইরের কেউ হবে, সে রকমটা নিশ্চিত ভাবে বলা খুব কঠিন। কারণ, অনেক সময়ে দেখা যায়, বাইরের নয়, ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে শত্রু। অর্থাৎ, নিজেদের মানুষরাও যে কখন শত্রু হয়ে উঠেছে, তা বুঝেই ওঠা যায়নি।
advertisement
4/7
বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়, কিন্তু শত্রু যখন ঘরে থাকে, তখন তাঁর হাত থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল হয়। সে ক্ষেত্রে এমন একটি টোটকা রয়েছে, যা সঠিক নিয়মে করতে পারলে শত্রুদের হাত থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যাবে।
advertisement
5/7
এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট চার আঙুল মাপের চারটে যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি খুব শক্তিশালী মন্ত্র।
advertisement
6/7
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, যজ্ঞ ডুমুরের ডালগুলি ভাল করে গঙ্গাজলে ধুয়ে একটি পরিস্কার জায়গায় রাখতে হবে। তারপর সেখানে নিজে শুদ্ধ বস্ত্র পরে একটা শুদ্ধ আসনে বসে ১০৮ বার এই মন্ত্রটি জপ করুন।
advertisement
7/7
এছাড়াও মন্ত্র শ্রীহনুমতে নমঃ জপ করতে পারেন। এবং বগলামুখি পুজো এবং বগলামুখি জপ করুন শত্রু নাশ হবে অতি সহজেই ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: শত্রু কে! চিনতে পারছেন না, জ্যোতিষীর পরামর্শে চিনুন শত্রুকে, নাশ করুন এই টোটকায়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল