TRENDING:

Astro Tips: জ্যোতিষীর পরামর্শে বাড়ির উপর ঘনিয়ে থাকা সব অসুবিধা মুহূর্তে সাফ, শুধু মানুন জ্যোতিষীর এই ছোট্ট পরামর্শ

Last Updated:
Astro Tips: একটি মাত্র লঙ্কা দিয়েই আপনার সমস্ত সমস্যা দূর হবে! শুনুন কী বলছেন জ্যোতিষী
advertisement
1/6
জ্যোতিষীর পরামর্শে বাড়ির উপর ঘনিয়ে থাকা সব অসুবিধা মুহূর্তে সাফ, ছোট্ট পরামর্শ
: একটি মাত্র লঙ্কা দিয়েই আপনার সমস্ত সমস্যা দূর হবে। কি অবাক হচ্ছেন তো? রান্না করা ছাড়াও কিন্তু আরও অনেক কাজে ব্যবহার হয় শুকনো লঙ্কা। নজর দোষ কাটানো থেকে ব্যবসায় উন্নতি, সকল কাজেই রয়েছে শুকনো লঙ্কার ভূমিকা। শুকনো লঙ্কা এতটাই শক্তিশালী যে, তা জীবনে নানা সমস্যার সমাধান করে দিতে পারে। Photo - Representative
advertisement
2/6
বাস্তুশাস্ত্র বিশারদ পূবালী গুহ শাস্ত্রী জানান, শুকনো লঙ্কার মধ্যে এমন গুণ রয়েছে, যা জীবনে জটিল থেকে জটিল সমস্যার সমাধান করে দিতে কার্যকরী।
advertisement
3/6
বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে বাড়ির প্রধান দরজার উপরে শুকনো লঙ্কা ও লেবু ঝুলিয়ে রাখলে সেই বাড়িতে কোনও প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়ির ওপর কারও কুনজর পড়ে না। Photo - Representative
advertisement
4/6
এছাড়াও যদি কোনও ব্যক্তি কর্মে অনেক দিন ধরে আশানুরূপ ফল পাচ্ছেন না, তাঁরা একটি পাত্রে জল ভরে তাতে ২১টি শুকনো লঙ্কার বীজ দিয়ে রাতে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে জলটি বাইরে ফেলে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই কর্মে সাফল্য আসবে। Photo - Representative
advertisement
5/6
এছাড়া অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য শুকনো লঙ্কা ভীষন কার্যকরী।শুকনো লঙ্কা সাদা কাপড়ে ভাল করে মুড়ে রেখে দিলে খুব উপকার পাওয়া যাবে। Photo - Representative
advertisement
6/6
শত্রু দমন করতে রাতে পাঁচটি শুকনো লঙ্কা মাটির নীচে পুঁতে দিতে হবে এবং পোঁতার সময় শত্রুর নাম মনে মনে বলতে হবে। এতে শত্রু দমন হবে। এই ভাবেই খুব সহজে শুকনো লঙ্কা দিয়ে আপনার বাড়ির সমস্ত সমস্যা দূর হবে। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: জ্যোতিষীর পরামর্শে বাড়ির উপর ঘনিয়ে থাকা সব অসুবিধা মুহূর্তে সাফ, শুধু মানুন জ্যোতিষীর এই ছোট্ট পরামর্শ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল