Astro Tips: ভুলেও করবেন না ‘এই’ কাজগুলি শনি মহারাজ কখনই ক্ষমা করেন না, জীবন হবে ছারখার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: ভুলেও যদি এই অন্যায় করেন তাহলে হাজার কিছু করেও লাভ নেই. শনি মহারাজের রাগ থেকে নিস্তার নেই৷
advertisement
1/9

বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেবকে কলিযুগের ফলদাতা বা সোজা কথায় কর্মফলদায়ক অধিপতি। শনি গত জন্ম এবং বর্তমান জন্মের ভাল-মন্দ কাজের ভিত্তিতে বিভিন্ন জাতক-জাতিকারে ফল দান করেন। যাঁরা অন্যায় করেন তাদের শনি মহারাজ কখনও ক্ষমা করেন না।
advertisement
2/9
শনিদেবকে কর্মের দাতা বলে মনে করা হয়, যিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল দেন। শনির শুভ প্রভাবে মানুষের জীবন রাজার মতো হয়ে যায়, অন্যদিকে শনিদেবের অশুভ প্রভাবে অনেক ধণপতিও মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পথের ভিখারী হয়ে যায়৷ এতটাই মারাত্মক তাঁর প্রভাব৷
advertisement
3/9
শনিদেবের প্রকোপ এড়াতে এবং তাকে খুশি করার জন্য বিভিন্ন উপাচার করা সম্ভব৷ শনিবার বিশেষ কিছু কাজ করলে শীঘ্রই তাঁর আশীর্বাদ বর্ষিত হয়। এদিকে এমন কয়েকটি কাজ রয়েছে যা করলে শনিদেব খুব ক্রুদ্ধ হন।
advertisement
4/9
শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন, তাই যারা খারাপ কাজ করে তাদের শনি কখনও ক্ষমা করেন না। তাই শনির প্রকোপ এড়াতে চাইলে ভুল করেও কোনও অপরাধমূলক কাজ করা উচিত নয়। শনি মহারাজ যদি রুষ্ট হন তাহলে আপনার পরিণতি হতে পারে মর্মান্তিক৷ কেঁদেও আর কূল পাওয়া যাবে না৷
advertisement
5/9
যে ব্যক্তিরা নারীদের অপমান করে তাদের প্রতি শনিদেব খুব ক্রুদ্ধ হন। বিশেষ করে বিধবা বা অসহায় নারীকে অপমান করলে আর রক্ষা নেই৷ শনির ক্রোধ তাঁর জীবনে নেমে আসে। প্রবীণদের অপমান শনিদেবের মধ্যে প্রবল অসন্তোষের জন্ম দেন৷
advertisement
6/9
শনি ন্যায়ের দেবতা, তাই তিনি অন্যায়কারীদের ক্ষমা করেন না। সাড়ে সাতি ও ঢাইয়ার প্রকোপ যখন চলে তখন সেই জাতক- জাতিকাদের শনির প্রবল রোষের মুখোমুখি হতে হয়। তাই কখনও জ্ঞানত বা অজ্ঞনতায় কারো প্রতি অবিচার করবেন না, অসহায় মানুষের ওপর অত্যাচার করা কখনই কাঙ্খিত নয়৷
advertisement
7/9
অসহায় মানুষকে অপমান বা শোষণ করে শনি মহারাজ ভীষণ রেগে যান৷ যে ব্যক্তিরা জালিয়াতি করে টাকা নেয় বা কারও টাকা আত্মসাৎ করে তাদের শনিদেব কখনও ক্ষমা করেন না।
advertisement
8/9
অন্যের টাকা হাতিয়ে নিয়ে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার তাল করে খারাপ উদ্দেশ্য আছে তাদেরও শনিদেব অনেক কষ্ট দেন। যারা কুকুর, কাক এবং মূক মানুষকে হয়রানি করে এবং অযথা কষ্ট দেয় শনি তাদেরও কখনও ক্ষমা করেন না।
advertisement
9/9
শনি মহারাজ সেইসব মানুষদের সবচেয়ে বেশি কষ্ট দেন যাঁরা অন্যদের কষ্ট দিয়ে লাভবান হয় , যারা কোনও নিয়ম মানেন না তাদের প্রতিও ক্রুদ্ধ হয়। তাই যখন পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় তখন ল শনি এমন মানুষদের কঠিন শাস্তি দেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: ভুলেও করবেন না ‘এই’ কাজগুলি শনি মহারাজ কখনই ক্ষমা করেন না, জীবন হবে ছারখার