Astro Tips: শ্রাবণ মাসের বিনায়ক চতুর্থীতে তৈরি হয়েছে বিরল যোগ, একাধিক রাশির সৌভাগ্যের তুফান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: এই মুহূর্তে ৪ রাশির জাতক-জাতিকার জীবনে এসেছে সৌভাগ্যের জোয়ারের সময়৷
advertisement
1/7

শ্রাবণ মাসের বিনায়ক চতুর্থী পেরিয়ে গেছে ২০ অগাস্ট৷ এই দিনে ৫টি শুভ যোগের সংমিশ্রণ তৈরি হয়েছিল আর যার জন্য এই মুহূর্তে ৪ রাশির জাতক-জাতিকার জীবনে এসেছে সৌভাগ্যের জোয়ারের সময়৷
advertisement
2/7
এই মুহূর্তে রাশির জাতক-জাতিকার ওপর নিজের আশীর্বাদ বর্ষণ করছেন গণপতি৷
advertisement
3/7
শ্রাবণ মাসের বিনায়ক চতুর্থীতে গণপতি পুজোর পরেই সাধ্যা, রবি, অমৃত সিদ্ধি, শুভ ও সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হয়েছিল৷
advertisement
4/7
মকর রাশি - মকর রাশির জাতক-জাতিকার ওপর সিদ্ধিদাতা গণেশ সদয় হবেন। গণপতির কৃপায় চাকরির অসুবিধা দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
advertisement
5/7
মিথুন - মিথুন রাশির অধিপতি বুধ। এই সময়ে আপনার সন্তানদের মঙ্গল কামনায় গণপতিকে দূর্বা নিবেদন করা উচিত। তাতে আপনার সন্তান কর্মজীবনে সাফল্য পাবে৷
advertisement
6/7
মেষ - মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভবান হবেন। আপনারা গণপতিকে সিঁদুর দিয়ে পুজো দেবেন। এই সময়ে তৈরি হওয়া শুভ যোগ জাতক-জাতিকার বিবাহিত জীবনে সুখ এবং শান্তি আনবে।
advertisement
7/7
কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর লাভ হবে৷ দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফিরে পাবেন, তেমনি ছাত্রছাত্রীদের লেখাপড়ার বাধাও দূর হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: শ্রাবণ মাসের বিনায়ক চতুর্থীতে তৈরি হয়েছে বিরল যোগ, একাধিক রাশির সৌভাগ্যের তুফান