Astro Tips: বাড়িতে করবী ফুলের গাছ থাকলে কি হয় জানেন? এই উপায় জানলে উপচে পড়বে টাকা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Astro Tips: করবী ফুল খুব শুভ! তবে এই গাছ বাড়িতে থাকলে কয়েকটি নিয়ম জেনে রাখা উচিত! খুশি হবেন মা লক্ষ্মী! ধন-সম্পদ উপচে পড়বে!
advertisement
1/6

করবী ফুলের গাছ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুতেও দারুণ গুরুত্ব পেয়ে থাকে।সাধারণত তিনটি রঙের এই ফুল দেখতে পাওয়া যায়। গোলাপী, সাদা, হলুদ রঙের ফুল দেখা যায়। কথিত আছে, এই ফুলের গাছ ঘরে লাগালে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে। রয়েছে আরও বাস্তু নিয়মও
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্রে, করবী ফুল ধনলক্ষ্মীর ভীষণ প্রিয় একটি ফুল। শুধু তাই নয়, লক্ষ্মীর প্রতীক হিসেবেও এই ফুলকে মেনে চলা হয়।
advertisement
3/6
হলুদ
advertisement
4/6
করবী ফুলের গাছে যদি সর্বদা ফুলে ছেয়ে থাকে, তাহলে কখনও ঘরে টাকা-পয়সা ও অন্নের অভাব হয় না।
advertisement
5/6
বাড়ির ভিতরে কানের ফুল গাছ না লাগানোই মঙ্গলের। তবে বাড়ির বাগানে লাগাতে পারেন। শত্রুদের পরাজয় করতে বৃহস্পতিবার, সূর্যোদয়ের আগে, লাল রঙের কাঠ করবী ফুলের পাপড়ি সাতটি টুকরো নিয়ে কর্পূর দিয়ে পুড়িয়ে ফেলুন।
advertisement
6/6
যদি কোনও ব্যক্তির মঙ্গলদোষ থাকে, তাহলে প্রতিদিন কাঠ করবী ফুলের গাছের মূলে জল নিবেদন করুন। তাতে জাতকের রাশিতে উপস্থিত মঙ্গল দোষ কেটে যায়
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: বাড়িতে করবী ফুলের গাছ থাকলে কি হয় জানেন? এই উপায় জানলে উপচে পড়বে টাকা!