Astrology: রোজ সকালে বাড়িতে অবশ্যই এই কাজ করুন, তুষ্ট হবেন মা লক্ষ্মী, অর্থ-সোনায় মুড়বে জীবন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Astrology: ভক্তি ভরে পুজো তো করতেই হবে, এর পাশাপাশি শাস্ত্রে উল্লিখিত কয়েকটি কাজও করা উচিত। এতেই সব সময় প্রসন্ন হবেন মা লক্ষ্মী।
advertisement
1/8

*কথায় আছে, মা লক্ষ্মী চঞ্চলা হলে আর্থিক কষ্টের শেষ থাকে না। আসলে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বিত্ত-বৈভব, সুখ এবং ধন-সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয়। অর্থ এবং সুখ-সমৃদ্ধি লাভ করার জন্য দেবী লক্ষ্মীর পূজার এক বিশেষ তাৎপর্য রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যাঁদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়, তাঁদের সম্পদ এবং আরামের অভাব কখনওই হয় না। তাই সব সময় দেবী লক্ষ্মীকে তুষ্ট রাখতে হয়। তাই ভক্তি ভরে পুজো তো করতেই হবে, এর পাশাপাশি শাস্ত্রে উল্লিখিত কয়েকটি কাজও করা উচিত। এতেই সব সময় প্রসন্ন হবেন মা লক্ষ্মী। তাহলে দেখে নেওয়া যাক, মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে কী কী করা উচিত! সংগৃহীত ছবি।
advertisement
3/8
*প্রবেশদ্বার সাফাই: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সাফসুতরো জায়গা দেবী লক্ষ্মীর বড়ই প্রিয়। অর্থাৎ ঘরে পরিচ্ছন্নতা বজায় থাকলেই সেখানে তৈরি হবে দেবী লক্ষ্মীর আবাস। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মূল প্রবেশদ্বারটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ভগবানকে স্মরণ করে বাড়ির সদর দরজা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এ ছাড়াও প্রবেশদ্বারকে রঙ্গোলি কিংবা আল্পনায় সাজানো যেতে পারে। এমনকী প্রবেশদ্বারের তোরণের মতো অংশ সাজিয়ে রাখা উচিত। এতে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সুখ-সমৃদ্ধি বয়ে আনেন। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*প্রদীপ প্রজ্জ্বলন: বাড়ির প্রধান প্রবেশদ্বারটির এক বিশেষ গুরুত্ব রয়েছে। এর জন্য প্রতিদিন প্রবেশদ্বার জল দিয়ে পরিষ্কার করে রঙ্গোলি তৈরি করার পাশাপাশি সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুতে হবে। ফলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন। আর ঘরে সুখ এবং সৌভাগ্যের সঞ্চার ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*তুলসী পুজো: তুলসী পছন্দ করেন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিয়মিত ভাবে যে বাড়িতে তুলসী গাছের পুজো হয়, সেখানে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ করে সন্ধ্যাবেলায় প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*ভগবান সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন: যাঁরা সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করেন, তাঁদের ঘর সুখ-সমৃদ্ধি এবং গৌরবে ভরে ওঠে। আর প্রতিদিন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে কুণ্ডলীতে সূর্যের অবস্থানও মজবুত হয়। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*চন্দনের তিলক: দেবী লক্ষ্মীকে খুশি করতে কপালে চন্দনের তিলক এঁকে নেওয়া উচিত। কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সকালে পুজো করার পর কপালে তিলক আঁকলে দেবী লক্ষ্মী যারপরনাই প্রসন্ন হন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: রোজ সকালে বাড়িতে অবশ্যই এই কাজ করুন, তুষ্ট হবেন মা লক্ষ্মী, অর্থ-সোনায় মুড়বে জীবন