Astro Tips: সাফল্যের সিঁড়িতে উঠতে বাধা সরে যাবে ম্যাজিকের মতো, শুধু শুক্রবার রান্নাঘরের এই মশলা দিয়ে সেরে ফেলুন ছোট্ট কাজ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Astro Tips: আর্থিক দিক দিয়ে উন্নতি করার জন্য শুক্রবার দিন করুন এলাচের এই রেমিডি। তাতে আর্থিক দুর্দশা থেকে অনেকটাই রেহাই পাবেন বলে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে
advertisement
1/6

আর্থিক দিক দিয়ে উন্নতি করার জন্য শুক্রবার দিন করুন এলাচের এই রেমিডি। তাতে আর্থিক দুর্দশা থেকে অনেকটাই রেহাই পাবেন বলে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
2/6
জ্যোতিষ শাস্ত্র কিংবা রেমিডিতে অনেকেই বিশ্বাস করে আবার অনেকে করেন না, তবে এই জ্যোতিষশাস্ত্রেই রয়েছে একাধিক সমস্যার সমাধান বলে বিশ্বাস করেন একাধিক জ্যোতিষ শাস্ত্রবিদেরা।
advertisement
3/6
আর্থিক দিক থেকে যারা দুর্দশা গ্রস্থ রয়েছেন তাদের জন্য এলাচের একটি রেমেডি নিয়ে এলেন জ্যোতিষী রাহুল দে। শুক্রবার দিন এই উপায় অবলম্বন করলে আর্থিক দিক থেকে লাভবান হবে বলেই জানান তিনি।
advertisement
4/6
স্নান করার পরে পাঁচটি এলাচ নিয়ে সেটি বাড়িতে থাকা মা লক্ষ্মীকে নিবেদন করবেন। শুধু এলাচ নিবেদন করেই এই উপকার কিন্তু পাওয়া যাবে না।
advertisement
5/6
স্নান করার পরে, প্রত্যেক শুক্রবার সেই এলাচ পরিবর্তন করতে হবে। এবং তার পরিবর্তে মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে নতুন এলাচ। এবং পুরনো এলাচ গুলি ফেলে দিতে হবে জলে।
advertisement
6/6
পরপর তিনটি শুক্রবার এই নিয়ম পালন করলেই আর্থিক দিক থেকে লাভবান হবে বলেই এমনটাই মত জ্যোতিষবিদ রাহুল দের।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: সাফল্যের সিঁড়িতে উঠতে বাধা সরে যাবে ম্যাজিকের মতো, শুধু শুক্রবার রান্নাঘরের এই মশলা দিয়ে সেরে ফেলুন ছোট্ট কাজ