Astro Tips: এক গ্লাস দুধ ও রুপোর আংটি দিয়ে শনিবার রাতে করুন এই কাজ! রাতারাতি ভাগ্য বদল! জানুন জ্যোতিষ-বিদের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Astro Tips: জ্যোতিষ-বিদের মত মেনে করুন এই কাজ! শনিবার রাতেই করতে হবে! টাকায় ভরে যাবে জীবন! জানুন
advertisement
1/6

একগ্লাস দুধ ও রুপোর আংটি দিয়েই হবে আর্থিক সমস্যা দুর। ব্যবহার করুন এই হ্যাক।মিলবে সুফল জানালেন জ্যোতিষবিদ পন্ডিত বিনোদ তিওয়াড়ি। (Reported By: Annanya Dey)
advertisement
2/6
হঠাৎ করেই আর্থিক সমস্যা বড় আকার ধারণ করে আমাদের জীবনে।রোগব্যাধি সহ পারিবারিক জীবনে অহেতুক সমস্যায় টাকা খরচ হয়ে যায় জলের মতো। কোনওভাবেই সঞ্চয় হয় না টাকা। এই সমস্যার সমাধান সম্ভব।শুধু ধৈর্যের প্রয়োজন বলে জানালেন জ্যোতিষবিদ বিনোদ তিওয়াড়ি।
advertisement
3/6
তিনি জানান, "চন্দ্র,রাহুর অবস্থান পরিবর্তন হলে পারিবারিক জীবনে সমস্যা আসে।আর্থিক সমস্যা বাড়ে।এই সমস্যা সমাধানে বড় ভূমিকা নেয় এক গ্লাস দুধ ও রুপোর আংটি।ব্যবহার করার পদ্ধতি জানলেই হবে কি কাজ।"
advertisement
4/6
এক গ্লাস দুধ শনিবার রাতে রেখে দিতে হবে। তারমধ্যেই ডুবিয়ে দিতে হবে রুপোর আংটি। সারারাত ওইভাবেই থাকবে আংটিটি।
advertisement
5/6
সকালবেলায় উঠে স্নান সেরে রুপোর আংটি তুলে নিয়ে কনিষ্ঠা আঙুলে পরে নিতে হবে।
advertisement
6/6
আর দুধটি তুলসি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। সমস্যা দূর হবেই বলে দাবি জানিয়েছেন জ্যোতিষবিদ বিনোদ তিওয়াড়ি।(Reported By: Annanya Dey)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: এক গ্লাস দুধ ও রুপোর আংটি দিয়ে শনিবার রাতে করুন এই কাজ! রাতারাতি ভাগ্য বদল! জানুন জ্যোতিষ-বিদের মত