Forehead: কপালের গড়নেই লুকিয়ে ব্যক্তিত্বের গোপন রহস্য, জানুন চারিত্রিক বৈশিষ্ট্যের খুঁটিনাটি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কথায় আছে, কপালে যা লেখা থাকে তা হয়ে থাকে! তবে এইসব কথা আদতে প্রবাদই। কিন্তু কপাল দেখে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়, এটা বলে থাকেন অনেক বিশেষজ্ঞরাই।
advertisement
1/7

কথায় আছে, কপালে যা লেখা থাকে তা হয়ে থাকে! তবে এইসব কথা আদতে প্রবাদই। কিন্তু কপাল দেখে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়, এটা বলে থাকেন অনেক বিশেষজ্ঞরাই। সরু কপাল হোক কিংবা চওড়া, বিশেষ কয়েকটি লক্ষণ, থেকেই বুঝে নেওয়া যায়, ওই ব্যক্তি বা মহিলা আদতে কেমন! এবার কপালের আকৃতি অনুসারে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক । (প্রতীকী ছবি)
advertisement
2/7
তির্যক কপালজাস্টিন বিবারের পত্নী হেইলি বিবারের মতো তির্যক কপালের অধিকারীরা সাধারণত জেদি হন। এই ধরণের কপাল খুব একটা দেখা যায় না। এঁরা যেটা চান সেটা পাবার জন্য একেবারে জেদ ধরে বসে থাকেন। এঁদের পেট থেকে কথা বের করা খুব মুশকিল। (প্রতীকী ছবি)
advertisement
3/7
চওড়া কপালবুদ্ধি বা পরামর্শ নিতে হলে মল্লিকা শেরাওয়াত বা সোনাক্ষী সিনহার মতো চওড়া কপালের অধিকারীদের কাছে যেতে হবে। মেধাবী তো বটেই একাধিক ক্ষেত্রে এঁদের দক্ষতাও প্রশ্নাতীত। চটপট কাজ শিখতে পারেন। লক্ষ্য পূরণ করতে এঁদের থেকে ভাল আর কেউ পারে না। (প্রতীকী ছবি)
advertisement
4/7
সরু কপালআলিয়া ভাটের মতো ছোট মুখের মানুষদের সরু কপাল হয়। এঁদের একেবারে দয়ার শরীর এবং খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। মস্তিষ্ক নয়, মনই এঁদের চালনা করে। আঘাত পাওয়ার ভয়ে সম্পর্কে জড়াতেও এঁদের মনে ভয় কাজ করে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
5/7
দ্য এম অথবা উইডোস পিকঐশ্বর্য রাই বচ্চনের মতো ‘ভি’ আকৃতির কপাল বিরল। এঁরা মারাত্মক প্রতিভাবান। আঁচড় থেকে সামাজ্য খাড়া করার ক্ষমতা আছে এঁদের। সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন। তবে মাঝে মধ্যেই মেজাজ হারান। তাই এই কপালের লকজনদের থেকে একটু সামলে থাকাই শ্রেয়! (প্রতীকী ছবি)
advertisement
6/7
গোল কপালমিলা কুনিস বা ড্রিউ ব্যারিমোরের মতো কপালের অধিকারীরা আবেগপ্রবণ হওয়ার পাশাপাশি শৈল্পিক এবং সৃজনশীল হন। তবে মাঝে মধ্যেই যুক্তিহীন কথাবার্তা বলতে এঁদের জুড়ি মেলা ভার। (প্রতীকী ছবি)
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Forehead: কপালের গড়নেই লুকিয়ে ব্যক্তিত্বের গোপন রহস্য, জানুন চারিত্রিক বৈশিষ্ট্যের খুঁটিনাটি