Astro Tips for Gold Ornaments: যখন-তখন সোনার গয়না হারিয়ে ফেলেন! নিজের সর্বনাশ নিজেই করে ফেলছেন, জ্যোতিষীরা কী পরামর্শ দিচ্ছেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Astro Tips for Gold Ornaments: সোনার গয়না হারিয়ে গেলে কী সমস্যা হতে পারে জীবনে? জানুন জ্যোতিষ মত
advertisement
1/6

: গয়না পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার পছন্দের সোনার গয়নাটি হঠাৎ করে হারিয়ে গেছে। জ্যোতিষ মতে এই সোনার গয়না হারানো কিন্তু অত্যন্ত খারাপ। এক একটি সোনার গয়না হারালে এক এক রকম কুফল ভোগ করতে হয়। Photo- Representative
advertisement
2/6
জ্যোতিষ শাস্ত্রী পূবালী গুহ জানান, কারও যদি গলার হার হারিয়ে যায় তার অর্থ অপমানিত হওয়ার যোগ। Photo- Representative
advertisement
3/6
কারও টিকলি হারিয়ে যাওয়ার অর্থ হল মানসিক চাপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা। তাছাড়া কারো বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে দুর্ঘটনার যোগ রয়েছে এবং ডান পায়ের নূপুর হারিয়ে গেলে সম্মানহানি হওয়ার আশঙ্কা। Photo- Representative
advertisement
4/6
নাকের নথ– নাকের নথ হারিয়ে যাওয়া মানে বোঝায় আগামী দিনে অপমান হওয়ার যোগ রয়েছে। এবং আংটি হারিয়ে যাওয়ার অর্থ হল শারীরিক অসুস্থতা। আগামী দিনে শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। কারণ, অকারণ হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। Photo- Representative
advertisement
5/6
কানের দুল হারিয়ে যাওয়ার অর্থ হল, কোনও খারাপ খবর আসতে চলেছে। বিশেষ করে সোনার কানের দুল হারিয়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। Photo- Representative
advertisement
6/6
এভাবেই একটা সোনার গয়না হারানো মানে একেক রকম সমস্যা দেখা দিতে পারে জীবনে এটাই বলছে জ্যোতিষ শাস্ত্র। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips for Gold Ornaments: যখন-তখন সোনার গয়না হারিয়ে ফেলেন! নিজের সর্বনাশ নিজেই করে ফেলছেন, জ্যোতিষীরা কী পরামর্শ দিচ্ছেন