Astro Tips: আপনার প্রেমিকের নামের প্রথম অক্ষর কি এটাই? জ্যোতিষীর থেকে জেনে নিন সে আসলে কেমন মানুষ
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Astro Tips: প্রতিটি ব্যক্তি তাঁর নামের দ্বারা প্রভাবিত হন, কারণ প্রতিটি অক্ষরের নিজস্ব শক্তি এবং গুণ রয়েছে। জেনে নিন আপনি যার হাত ধরবেন ভাবছেন সে আসলে কেমন মানুষ
advertisement
1/6

প্রতিটি ব্যক্তি তাঁর নামের দ্বারা প্রভাবিত হন, কারণ প্রতিটি অক্ষরের নিজস্ব শক্তি এবং গুণ রয়েছে। জ্যোতিষবিদ বিপুল কুমার দাস জানান, A অক্ষর বিশিষ্ট নামের পুরুষেরা সাধারণত খুব কোমল হৃদয় যুক্ত শান্তশিষ্ট ও লক্ষী জীবনসঙ্গী পেয়ে থাকে। প্রেমের প্রতি খুব যত্নশীল হয়ে থাকে। নিজেকে যেকোন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে এবং একসঙ্গে সবাই মিলে কোন কাজ করতে খুব পছন্দ করে।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
নামের শুরুতে যদি M থাকে কোন ব্যক্তির, তাহলে জানবেন তাঁর উপর নির্ভর করে চলতে পারা সম্ভব। সেই ব্যক্তি ভীষণভাবে বিশ্বাসী হন। M অক্ষরের সঙ্গে ৪ সংখ্যাটি সম্পর্কিত। তাই এঁরা ভীষণ দৃঢ়চেতা।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
নামের শুরুতে N থাকলে এরা সবসময় কর্মঠ হন। পাশপাশি সাহসীও হন। খুবই স্পষ্টবাদী, সোজাসাপটা বক্তব্য রাখতে এরা ভালবাসেন। কল্পনা শক্তির দিক থেকে এরা চুড়ান্ত প্রখর।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
যে ব্যক্তিদের নাম R দিয়ে শুরু হয়, তাঁরা অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী হন। সেই পরিশ্রমের দামও পান। পরিশ্রম করে প্রচুর অর্থলাভ করেন। আত্মবিশ্বাসের অভাব হয় না। আচমকা ভাগ্য পরিবর্তন হয়। অর্থের অভাব হয় না।সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
যে ব্যক্তিদের নাম S দিয়ে শুরু হয়, তাঁরা কঠোর পরিশ্রমী হন। অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এই রাশির জাতকরা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বিভিন্ন নজির তৈরি করেন। চ্যালেঞ্জ নিতে একেবারেই ভয় পান না এই জাতকরা।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
নামের শুরুতে T থাকেল তাঁরা শান্তিপ্রিয় মানুষ হন। যে কোনও ঝামেলা হলে এরা এড়িয়ে যান। দুটি দিক সমান তালে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এদের মধ্যে রয়েছে। ফলে যেকোনও পরিবেশে তাঁরা মানানসই।সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: আপনার প্রেমিকের নামের প্রথম অক্ষর কি এটাই? জ্যোতিষীর থেকে জেনে নিন সে আসলে কেমন মানুষ