TRENDING:

Astro Tips: বছরের শেষ শনি প্রদোষ ব্রত আজ, এই ৪ রাশির জাতকদের উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হবে, ধন-লাভ ও স্বাস্থ্য থাকবে দারুণ!

Last Updated:
Astro Tips: বছরের শেষ শনি প্রদোষ ব্রত আজ, অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০২৪। এই দিনে ভোলেনাথের পূজার বিশেষ প্রথা রয়েছে। পাশাপাশি আজ শুক্র গ্রহের গোচর এবং শনি ও শুক্রের যোগও ঘটছে। এর ফলে ভগবান শিব এবং ন্যায়ের দেবতা শনির কৃপা অর্জন করা সম্ভব। এই বিশেষ দিনে শনি প্রদোষ ব্রত ৪টি রাশির জন্য আশীর্বাদরূপে আসতে চলেছে।
advertisement
1/12
বছরের শেষে শনির প্রদোষ ব্রত! শিবের আশীর্বাদে এই ৪ রাশির জাতকরা টাকায় ভাসবে
সনাতন ধর্মে ব্রত ও উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের শেষ প্রদোষ ব্রত পৌষ মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে, অর্থাৎ ২৮ ডিসেম্বর শনিবার পালিত হবে, যা শনি প্রদোষ ব্রত নামে পরিচিত।
advertisement
2/12
এই পবিত্র দিন দেবাদিদেব মহাদেবকে উৎসর্গীকৃত। ভগবান শিবের পূজা করলে শুভ ফল লাভ হয়। এছাড়াও, শুক্র গ্রহের গোচর এবং শনির দিন হওয়ায় ন্যায়ের দেবতার আশীর্বাদও অর্জিত হবে। এই বিরল যোগ সব রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
advertisement
3/12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের শেষ শনি প্রদোষ ব্রতে শুক্রের গোচর এবং শনি-শুক্রের যোগের ফলে ৪টি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। এখন প্রশ্ন হল, কোন রাশির জাতকরা এই দিনের আশীর্বাদ পাবেন এবং কিভাবে তাদের জীবনে প্রভাব পড়বে? প্রতাপবিহার, গাজিয়াবাদের জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী জানিয়েছেন সেই কথাই।
advertisement
4/12
কর্কট:জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শিবের কৃপায় কর্কট রাশির জাতকদের আটকে থাকা কাজ দ্রুত পূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে যাঁরা আদালতের কোনো মামলায় জড়িয়ে আছেন, তাঁরা মুক্তি পেতে পারেন।
advertisement
5/12
সাম্প্রতিক সময়ে যাঁদের ত্বকের সমস্যা হয়েছে, তাঁরা সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের কুষ্ঠীতে ধনলাভের প্রबल যোগ রয়েছে।
advertisement
6/12
কন্যা :শনি প্রদোষ ব্রতে ভগবান শিবের কৃপায় কন্যা রাশির জাতকরা বড় কোনো সুখবর পেতে পারেন। পরিবারে কোনো মাঙ্গলিক কাজের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/12
চাকরিজীবী এবং দোকানদারদের আয়ে বৃদ্ধির যোগ রয়েছে। ৩০-এর ঊর্ধ্বে জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। নতুন বছরের আগে কন্যা রাশির জাতকদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে।
advertisement
8/12
মকর:শনি প্রদোষ ব্রতের দিনে শুক্রের কুম্ভ রাশিতে গোচরের ফলে ধন ও সুখলাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, তবে অযথা মতভেদের সম্ভাবনা রয়েছে।
advertisement
9/12
সাম্প্রতিক সময়ে শ্বশুরবাড়ির সঙ্গে চলা বিবাদ মিটতে পারে। স্ত্রী বা তাঁর নামে করা বিনিয়োগ থেকে লাভের আশা করতে পারেন।
advertisement
10/12
কুম্ভ:বছরের শেষ প্রদোষ ব্রতের দিন ব্যবসায়ীদের জন্য সম্পত্তি কেনার বিশেষ সময়। যাঁদের সম্প্রতি বিয়ে হয়েছে, তাঁরা নতুন বছরের আগে সঙ্গীর সঙ্গে বিদেশ ভ্রমণে যেতে পারেন।
advertisement
11/12
চাকরিজীবীদের কাজে বস খুশি হবেন এবং বেতন বাড়ানোর কথা ভাবতে পারেন। ব্যবসায়ী এবং দোকানদারদের বড় ধরনের লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
12/12
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: বছরের শেষ শনি প্রদোষ ব্রত আজ, এই ৪ রাশির জাতকদের উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হবে, ধন-লাভ ও স্বাস্থ্য থাকবে দারুণ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল