TRENDING:

Astro Tips: শনি মহারাজের সাড়ে সাতি, ঢাইয়ার কুপ্রভাব আরও দ্বিগুণ হয়, যদি শনিবার দিন এই জিনিস কিনে ঘরে আনেন

Last Updated:
Shani Upay: শনিবার ভুলেও কিনবেন না এই আটটা জিনিস। পড়বেন শনি দেবের কু নজরে। জীবনে শুরু হয় শনির সাড়ে সাতি। বেশির ভাগ বাঙালি না জেনে বুঝে শনিবার দিনই এই জিনিসগুলি কিনে থাকেন।
advertisement
1/12
শনি দেবের সাড়ে সাতি,ঢাইয়ার কুপ্রভাব দ্বিগুণ হয়,শনিবার দিন এই জিনিস কেনা নয়
শনিবার ভুলেও কিনবেন না এই আটটা জিনিস। পড়বেন শনি দেবের কু নজরে। জীবনে শুরু হয় শনির সাড়েসাতি। বেশির ভাগ বাঙালি না জেনে বুঝে শনিবার দিনই এই জিনিসগুলি কিনে থাকেন।
advertisement
2/12
শাস্ত্র মতে শনিবার এই জিনিসগুলি কিনলে শনিদেব ও অত্যন্ত ক্রোধান্বিত হয়। যার ফল স্বরূপ তার বক্র দৃষ্টিতে জীবনে খারাপ সময় আসে। জীবনে নামবে ভয়ানক বিপর্যয়। দূর হবে পরিবারের সকল সুখ শান্তি।
advertisement
3/12
আটটি জিনিস কখনওই কিনবেন না শনিবারে। বারংবার সতর্ক করে বলা আছে শাস্ত্রে জানুন। সপ্তাহে সাতটা দিনে পৃথক পৃথক দেবতা ও গ্রহের কথা উল্লেখ আছে। নির্দিষ্ট দিনে এই দিনের দেবতা পুজো ও গ্রহদোষ থেকে মুক্তির উপায় করলে জীবনে একাধিক সমস্যার সমাধান হয়।
advertisement
4/12
শনিদেব তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। সকলেই চান তারা যেন শনির ক্রোধের স্বীকার না হন। শনিদেব কে খুশি করার জন্য নানা রকম কাজ করে থাকেন। শনিদেব কে পুজো দেন। তেল অর্পন করে থাকেন।
advertisement
5/12
শনিবার নিরামিষ ভক্ষণ করা উচিৎ। সর্ষের তেল কেনা উচিৎ নয় শনিবার দিনে। শনিবার সর্ষের তেল কিনলে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন শনিদেব। রোগভোগ ও আর্থিক ক্ষতি লেগেই থাকে। এছাড়াও শনিবার কাওকে সর্ষের তেল দান করবেন না। সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুর কে খাওয়াতে পারবেন। তাহলে শনির দশা থেকে মিলবে মুক্তি।
advertisement
6/12
শনিবার লবণ কিনলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। শনিবার লবণ কিনলে পরিবারে দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা যেতে পারে। শনিবার ছাড়া সপ্তাহের যে কোনও দিনই লবণ কেনা যেতে পারে।
advertisement
7/12
জুতো বা চপ্পল শনিবারে কখনওই করবেন না। এই দিনে চপ্পল বা জুতো কিনলে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান।
advertisement
8/12
বেগুন শনিবারে কখনোই কিনবেন না। শনিবারে বেগুন কিনলে শনিদেবের রোশানলে পড়তে হতে পারে। শনিবার বেগুন পুড়িয়ে খাওয়ার চেষ্টা করুন। তাহলে গ্রহ দোষের হাত থেকে রক্ষা পাবেন।
advertisement
9/12
লোহার জিনিস কখনই কেনা উচিৎ নয় শনিবারে। শনিবার লোহার কোনও রকম জিনিস কিনলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন। বড় ঠাকুরের প্রকোপের হাত থেকে বাঁচতে চাইলে ভুলেও এই কাজ করবেন না। তবে এদিন লোহা দান করতে পারেন। লোহা দান করলে চাকরি ও ব্যবসার উন্নতি হয়।
advertisement
10/12
শনিবারে বিউলির ডাল কিনবেন না বা রান্না করবেন না। এটি অশুভ বলেই বিবেচিত হয়। যার কারণে শনির দষা ব্যক্তির পিছু ছাড়তে চাইনা। শনিবারে বিউলির ডাল কেনার পরিবর্তে দান করা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়।
advertisement
11/12
শনিবার কয়লা কেনা অত্যন্ত অশুভ। শনিবারে কয়লা কিনলে শনির দোষ লাগে। এছাড়াও সংসারে দারিদ্রতার সৃষ্টি হয়। এমনকি উন্নতির পথেও বাঁধার সৃষ্টি করতে পারে। এছাড়াও মহিলারা কখনোই এই দিনে কাজল কিনবেন না।
advertisement
12/12
শনিবারে কালো পোশাক কিনবেন না। বাড়িতে থাকা কোনও অপ্রয়োজনীয় কালো পোশাক এদিন ফেলেও দেবেন না। তবে শনিবার কালো পোশাক পরিধান করতে পারেন যা আপনাকে কুনজর থেকে বাঁচাতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: শনি মহারাজের সাড়ে সাতি, ঢাইয়ার কুপ্রভাব আরও দ্বিগুণ হয়, যদি শনিবার দিন এই জিনিস কিনে ঘরে আনেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল