Astro Tips: শনিবার এই তিনটে জিনিস ভুলেও কিনবেন না! নয়তো শনিদেবের ক্রোধে সর্বনাশ হবে! অভাব ছাড়বে না!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Astro Tips: শনিবার এই তিন জিনিস কিনলে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন! জানুন জ্যোতিষী কী বলছেন? সাবধান
advertisement
1/6

জানেন কি শনিবার এই তিনটে জিনিস কখনোই কেনা উচিত নয়! তাহলে আপনার জীবনে আসতে পারে ঘোর বিপদ! এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
২০২৪ হল শনিদেবের বছর। এই বছরে শনিবার দিন এই জিনিসগুলি থেকে কেনাতে বিরত থাকলে শনিদেব ক্রুদ্ধ হবেন না। ফলে আপনার জীবনের সুখ ও শান্তি বজায় থাকবে।
advertisement
3/6
শনিবার দিন লোহার কোনও জিনিস কিনবেন না। লোহার কোন জিনিস শনিবার কিনলে সেটি আর্থিক উন্নতিতে সমস্যার সৃষ্টি করতে পারে।
advertisement
4/6
লবণ শনিবার দিন কেনা যাবে না। শনিবার দিন লবণ কিনলে সেটি আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
5/6
এছাড়াও চামড়ার কোনও জিনিস অথবা বস্তু শনিবার দিন কিনতে বারণ করছেন তিনি। শনিবার দিন চামড়ার কোন বস্তু কিনলে পরে সেটি কর্মে বাধা আনতে পারে।
advertisement
6/6
এই তিনটে বস্তু শনিবার দিন কেনা থেকে বিরত থাকুন। তাহলেই আপনার জীবনে বিভিন্ন বাধা-বিপত্তি আসার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: শনিবার এই তিনটে জিনিস ভুলেও কিনবেন না! নয়তো শনিদেবের ক্রোধে সর্বনাশ হবে! অভাব ছাড়বে না!