TRENDING:

Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ

Last Updated:
Astro Tips: দেব উঠানি একাদশীকে হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, এই দিনে ভগবান বিষ্ণু চার মাস যোগ নিদ্রার পর এদিন জেগে ওঠেন। এদিন থেকে সমস্ত শুভকাজ শুরু করা যায়৷  তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, ধর্মীয় বিশ্বাস অনুযায়ি  এই দিনে তুলসীকে নানা জিনিস নিবেদন করা হয়৷  এতে ভগবান বিষ্ণু তুষ্ট হন, আর তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
1/5
রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ
Dev Uthani Ekadashi 2023 Upay:দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে। দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে।
advertisement
2/5
দেব উঠানি একাদশীর দিন তুলসী মাতাকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে৷
advertisement
3/5
তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, দেব উঠানি একাদশীর দিন ভগবান বিষ্ণুকে ১১টি তুলসী গাছের শাখা নিবেদন করলে মা তুলসী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যাতে জীবন সুখময় হয়ে যায়৷
advertisement
4/5
দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করতে হয়৷ এতে  মনস্কামনা পূরণ হয়।
advertisement
5/5
দেব উঠানি একাদশীতে ১০৮ টি গিঁট বেঁধে তুলসী মাতাকে হলুদ সুতো অর্পণ করুন, এতে শ্রী হরির কৃপায় জীবনের সমস্ত সমস্যা দূর হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল