Astro Tips: ভাগ্যের দরজার খিল খুলে যাবে, হুড়মুড়িয়ে সুখের স্রোত ঢুকবে, ডিসেম্বরে এই রাশিতে টাকার যোগ প্রবল
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Astro Tips: খুলে যাবে ভাগ্যের দরজা! শিক্ষা থেকে বিবাহ, ডিসেম্বর কেমন কাটবে মকর রাশি, দেখে নিন এক নজরে
advertisement
1/6

ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে সকলের আগ্রহ থাকে। সেই কারণেই সকলে রাশিফল দেখেন। রাশিফল ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্রের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সদ্য শুরু হয়েছে ডিসেম্বর মাস। মকর রাশির জাতক-জাতিকাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেমের সম্পর্ক কেমন যাবে, সেবিষয়ে জানাচ্ছেন জালনায় সদগুরু জ্যোতিষ পন্ডিত ড. রাজেশ সামানগাঁওকর মহারাজ।
advertisement
2/6
স্বাস্থ্য—স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি খুবই শুভ। শনির অবস্থানের কারণে এর আগেই রাশির জাতক-জাতিকার ত্বক সম্পর্কিত রোগ এবং পিঠের সমস্যা হ্রাস করেছে। এই সময় তাঁরা অন্য শারীরিক ব্যাধি থেকেও মুক্ত হবেন।
advertisement
3/6
শিক্ষা—৩ ডিসেম্বরের পর এই রাশির জাতক-জাতিকার শিক্ষা ক্ষেত্রেও একটি খুব ভাল যোগ তৈরি হচ্ছে। মকর রাশির জাতক-জাতিকাদের শুধু একটাই মনে রাখা দরকার যে শিক্ষা ক্ষেত্রে সাফল্য পেতে গেলে আলস্য দূর করে এগিয়ে যেতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসও পতনের কারণ হতে পারে। তার ফলে কাজের চূড়ান্ত পর্যায়েও শনির প্রকোপ কাজ নষ্ট হয়ে যেতে পারে। তাই মকর রাশির জাতক-জাতিকাদের নম্র থাকা প্রয়োজন।
advertisement
4/6
ব্যক্তিগত সম্পর্ক—এই রাশির পঞ্চম ঘরটি প্রেমের সম্পর্কের জন্য নির্ধারিত। এই মাসে প্রেমের সম্পর্কের খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গী যেই হোন না কেন তাঁর মধ্যে খানিকটা অহংকার তৈরি হতে পারে। তাই তিনি মকর রাশির জাতক-জাতিকার মধ্যে নানা রকম দোষ খুঁজে পেতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যত্ন নেওয়া দরকার।
advertisement
5/6
বিবাহ—সাধারণত, মকর রাশির জাতক-জাতিকাদের সব সময়ই বিবাহ সংক্রান্ত সমস্যা থাকে। এর কারণ হল শনি। মকর রাশির অধিপতি এবং সপ্তম ঘরে চন্দ্রের সঙ্গে তার শত্রুতা। মকর রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে সব সময় ভারসাম্য রেখে চলতে হয়। এই ডিসেম্বর মাসটি খুব ভাল, কিছু নতুন পরিবর্তন হতে পারে।
advertisement
6/6
টাকা -পয়সাসৌভাগ্যের গ্রহ বুধ এই রাশির দশম ঘর থেকে একাদশ ঘরে প্রবেশ করছে। এই পরিবর্তন মকর রাশির জাতক-জাতিকার ব্যবসা, চাকরির জন্য পরিপূরক হিসেবে কাজ করে। তাই চাকরিতে পদোন্নতি বা ব্যবসায় হঠাৎ লাভ হতে পারে এই মাসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: ভাগ্যের দরজার খিল খুলে যাবে, হুড়মুড়িয়ে সুখের স্রোত ঢুকবে, ডিসেম্বরে এই রাশিতে টাকার যোগ প্রবল