Budh Uday Astro Tips: বুধ এবার তোলপাড় করবে রাশিতে, রাশিতে, কর্কট রাশিতে উদয় হচ্ছে জন্মাষ্টমীতেই, আপনার কপালে ‘ছপ্পড় ফাড়’ লাভ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Budh Uday Astro Tips: আপনিও এই সময়ে দারুণ লাভবান হবে যদি এই রাশির জাতক-জাতিকা হন...
advertisement
1/5

জন্মাষ্টমী ২০২৪-তে কর্কট রাশিতে উদয় হতে চলেছেন রাজকুমার বুধ। ২৬ অগাস্ট উদিত হবেন বুধ। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখে নেওয়া যাক, এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। মিথুন সহ একাধিক রাশির জাতক জাতিকারা এর জেরে লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা কারা।
advertisement
2/5
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন সময়ে বুধের উদয় ও অস্ত হয়। যার প্রভাব দেশ আর দুনিয়ার বহু প্রান্তে পড়তে থাকে। গ্রহদের রাজকুমার বুধ ২৬ অগস্ট জন্মাষ্টমীর দিন কর্কট রাশিতে উদয় হতে চলেছেন। তার প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়তে থাকবে। এর জেরে কারা লাকি হতে চলেছেন, দেখা যাক।
advertisement
3/5
মিথুন: আপনার কথা বার্তায় প্রভাব পড়বে বুধের। আপনার ভাগ্যে আকস্মিক ধনলাভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনি। ব্যবসায়ীরা এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি আকস্মিক ধনলাভ পাবেন। আপনার আটকে থাকা ধন সম্পত্তির প্রাপ্তি হবে। মার্কেটিং ও মিডিয়ায় যাঁরা রয়েছেন, তাঁরা পাবেন বিপুল লাভ।
advertisement
4/5
কন্যা: কেরিয়ারের দিক থেকে এই সময়কাল খুবই ভাল। আয়ের নতুন নতুন রাস্তা বেরিয়ে আসতে পারে। আপনার প্রগতির সঙ্গে সঙ্গে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। সন্তানের সম্পর্কে কিছু ভাল খবর পেতে পারেন। এঁদের জন্য এই সময়টা অনুকূল হবে।
advertisement
5/5
তুলা: এই সময় আপনার কাজে উন্নতি হতে পারে। বহু দিক থেকে আপনি কাজের নিরিখে পাবেন প্রশংসা। কাজের দিক থেকে ভাল কিছু সম্ভাবনা পাবেন এই সময়। আপনার রোজগার এই সময় ভাল হতে পারে। ব্যবসায়ীদের ভাল কিছু অর্ডার আসতে পারে। চাকরিতে জুনিয়ার আর সিনিয়রদের থেকে পেতে পারেন প্রশংসা। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Uday Astro Tips: বুধ এবার তোলপাড় করবে রাশিতে, রাশিতে, কর্কট রাশিতে উদয় হচ্ছে জন্মাষ্টমীতেই, আপনার কপালে ‘ছপ্পড় ফাড়’ লাভ