Astro Tips: এই ৫ রাশির জন্য হিরে শুভ, পরলেই কপাল চকচকে হয়ে উঠবেন, ভাগ্য একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Astro Tips: জ্যোতিষশাস্ত্র মতে, কানে, গলায় বা হাতে হিরে ধারণ করলে সৌন্দর্য্যের সঙ্গে সৌভাগ্যও বৃদ্ধি হয়৷ তবে বেশ কয়েকটি নিয়ম রয়েছে৷ তা না মানলে কিন্তু উল্টে ক্ষতি হয়ে যেতে পারে৷
advertisement
1/11

হিরের উজ্জ্বল দ্যুতি কেই না ভালবাসে! রত্নের রাজা হিরে৷ এই রত্নধারণে বাহ্যিক সৌন্দর্যও যেমন বৃদ্ধি পায়, তেমনি সৌভাগ্যও বৃদ্ধি পায়৷
advertisement
2/11
জ্যোতিষশাস্ত্র মতে, কানে, গলায় বা হাতে হিরে ধারণ করলে সৌন্দর্য্যের সঙ্গে সৌভাগ্যও বৃদ্ধি হয়৷ তবে বেশ কয়েকটি নিয়ম রয়েছে৷ তা না মানলে কিন্তু উল্টে ক্ষতি হয়ে যেতে পারে৷
advertisement
3/11
বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা হিরে ধারণ করলে শুভ৷ এই সকল ব্যক্তিরা হিরে ধারণ করলে জীবনে অনেক উন্নতি সাধন করতে পারবেন৷
advertisement
4/11
মীন, কর্কট, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কিন্তু খবরদার হিরে পরবেন না৷ এক্ষেত্রে লাভের বদলে ক্ষতি হতে পারে৷
advertisement
5/11
মীন, কর্কট, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কিন্তু খবরদার হিরে পরবেন না৷ এক্ষেত্রে লাভের বদলে ক্ষতি হতে পারে৷
advertisement
6/11
হিরে কেনার সময় অবশ্যই তার স্বচ্ছতা, রং, কাটিং, ক্যারেট পরখ করে নিন৷ যে কোনও ধরনের হিরে ধারণ করা উচিত নয়৷
advertisement
7/11
নতুন হিরে কিনে আনলে সারা রাত নুন জলে ভিজিয়ে রাখুন৷ তারপরই সেটি পরুন৷
advertisement
8/11
নতুন হিরে কিনে আনলে সারা রাত নুন জলে ভিজিয়ে রাখুন৷ তারপরই সেটি পরুন৷
advertisement
9/11
হিরে সব সময় সূর্যাস্তের পর ধারণ করা উচিত নয়৷ দিনের আলোয় হিরে ধারণ করবেন না৷
advertisement
10/11
হিরে পরার কিন্তু নির্দিষ্ট বয়সও রয়েছে৷ ২১ থেকে ৫০ বছরের মধ্যে হিরে পরতে নেই৷
advertisement
11/11
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: এই ৫ রাশির জন্য হিরে শুভ, পরলেই কপাল চকচকে হয়ে উঠবেন, ভাগ্য একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে