Kumbh Rashi: শনির ঢাইয়ার প্রভাবের মধ্যেই কুম্ভ রাশির জাতকদের কপাল কাঁপাবে, বিপদ সঙ্গে নিয়েই তোলপাড় করা সুদিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kumbh Rashi: শনিদেবের ঢাইয়ার প্রকোপ কাটিয়ে কি কুম্ভ রাশির জাতক-জাতিকারা ঘুরে দাঁড়াতে পারবে?
advertisement
1/6

Kumbh Rashi: বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, কিছু রাশির জাতক -জাতিকাদের জন্য সামনেই শুভ সময়। তাঁদের উপর চেপে থাকা কষ্টের মেঘ দূর হতে চলেছে। কুম্ভ রাশির জাতক- জাতিকা যাঁরা লম্বা সময় সমস্যায় ভুগছিল তা দূর হতে চলেছে এবং তাদের জীবনে সম্পদ, জমি-বাড়ি, সরকারি চাকরি ও বকেয়া টাকা পাওয়ার মতো একাধিক মেগা সুসমাচার নিয়ে আসতে চলেছে। Photo- Representative
advertisement
2/6
জুন ২০২৪-এ জীবনে অনেক ধরণের সুখ নিয়ে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এখন পর্যন্ত সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ধরণের কাঁটা বিছানো পথে পরিপূর্ণ ছিল। তবে জুন মাসটি তাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। Photo- Representative
advertisement
3/6
জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে কুম্ভ রাশি হল বৈদিক রাশিচক্রের ১১ নম্বর রাশি। কুম্ভ রাশির চালক শনিদেব মহারাজ। কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী যোগ এবং মালব্য যোগ গঠনের কারণে, আসন্ন সময়টি খুব ভাল হতে চলেছে জাতক-জাতিকাদের জন্য৷ Photo- Representative
advertisement
4/6
২০২৪ সালের জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক ধরণের সুবিধা পাবেন যেমন অর্থলাভ, জমি থেকে লাভ, নতুন গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে৷ গাড়ি কেনার ক্ষেত্রে হয় সেটা দু চাকার এমনকি চার চাকার নতুন গাড়িরও সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে কুম্ভ রাশির জাতক-জাতিকারা যে কোনও প্রতিযোগিতায় অংশ নেবেন সেখান থেকেই সাফল্য ছিনিয়ে নিয়ে আসবেন৷ Photo- Representative
advertisement
5/6
কুম্ভ রাশির মানুষদেরও সতর্ক থাকতে হবেতিনি আরও ব্যাখ্যা করেন যে কুম্ভ রাশির জাতক-জাতিকারা যেহেতু শনিদেবের প্রভাবে থাকবেন তাই এত ভাল সময়েও তাঁদের সাবধান হওয়া দরকার। পূর্বা ভাদ্র নক্ষত্রের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পায়ে ব্যথা, আঘাত কিম্বা অন্য ধরণের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত না হলে অ্যাক্সিডেন্টের হাতেও পড়তে হতে পারে৷ ফলে খুব জোরে গাড়ি চালাবেন না৷ Photo- Representative
advertisement
6/6
জ্যোতিষাচার্য্য আরও বলেছেন, যে এই সময়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিতর্কে জড়ানো উচিত নয়৷ চেষ্টা করুন বিনয়ী হতে৷ এই ভাবে জীবনযাপন করলে শনিদেবের ঢাইয়ার প্রভাব কমে যাবে এবং শনি মহারাজের কৃপায় অর্থ লাভের যোগ তৈরি হবে৷ জমি, দালান এই ধরণের স্থাবর সম্পত্তি কিনতে কিম্বা উত্তরাধিকার সূত্রে পেতে পারেন৷ Photo Courtesy- id.parthrangwala/ Instagram
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kumbh Rashi: শনির ঢাইয়ার প্রভাবের মধ্যেই কুম্ভ রাশির জাতকদের কপাল কাঁপাবে, বিপদ সঙ্গে নিয়েই তোলপাড় করা সুদিন