Astro Tips: স্বামীকে বশে রাখতে চান? প্রেম টেকাতে চান? গাঁদা ফুল দিয়ে সন্ধে বেলায় করুন এই কাজ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Astro Tips: দাম্পত্য কলহ? স্বামী কোনও কথা মানেন না? প্রেম ছেড়ে যাচ্ছে? সব কিছুর সমাধান করবে গাঁদা ফুল! জানুন জ্যোতিষীর মত
advertisement
1/7

গাঁদা ফুল দিয়ে ত্বকের যত্ন অনেক তো করলেন। এবারে দাম্পত্য কলহ দূর করুন গাঁদা ফুল দিয়ে।কীভাবে সম্ভব? উপায় বললেন জ্যোতিষী পন্ডিত বিনোদ তিওয়াড়ি।(Reported By: Annanya Dey)
advertisement
2/7
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোষ্ঠিতে বৃহস্পতির অবস্থান অনুকুল না হলে বিয়েতে নানান সমস্যা দেখা যায়। বিয়ে হতেও সমস্যা থাকে।পাশাপাশি বিয়ের পরেও স্বামী,স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। তবে এই সমস্যার সমাধান হতে পারে!
advertisement
3/7
শীতের ফুল হলেও গাঁদা ফুল সারাবছর বাজারে মেলে। আর সিঁদুর ঠাকুর ঘরেই থাকে। প্রতি সন্ধ্যায় এই টোটকা প্রয়োগ করতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলে জানিয়েছেন পন্ডিতজি। কী সেই টোটকা?
advertisement
4/7
পন্ডিত বিনোদ তিওয়াড়ি জানিয়েছেন, "প্রতি সন্ধ্যাবেলায় তুলসিকে গাঁদা ফুল সিঁদুর দিয়ে অর্পণ করতে হবে। পরের দিন তুলসির সামনে থেকে আগের দিনের ফুল সরিয়ে ফেলতে হবে। এই টোটকা ব্যবহার করলে স্বামী স্ত্রীর মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হবে।"
advertisement
5/7
গাঁদা ফুল তুলসিদেবীর পছন্দের ফুল।হলুদ গাঁদা আরও বেশি পছন্দ দেবীর।এই টোটকা হলুদ গাঁদা ফুলের মাধ্যমে প্রয়োগ করলে সাতদিনেই মিলবে ফল বলে জানিয়েছেন তিনি।
advertisement
6/7
গাঁদা ফুল তুলসিদেবীর পছন্দের ফুল।হলুদ গাঁদা আরও বেশি পছন্দ দেবীর।এই টোটকা হলুদ গাঁদা ফুলের মাধ্যমে প্রয়োগ করলে সাতদিনেই মিলবে ফল বলে জানিয়েছেন তিনি।
advertisement
7/7
গাঁদা ফুল ব্যবহার করে ত্বকের যত্ন তো অনেক হল। এবারে দাম্পত্যে যত্ন এনে দেবে এই ফুল।গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলেও সৌন্দর্য বাড়ে।পাশাপাশি শান্তিও বজায় থাকে।একটি গাঁদা গাছ লাগালে অনেকগুলি গাঁদার চারা জন্মায়।(Reported By: Annanya Dey)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: স্বামীকে বশে রাখতে চান? প্রেম টেকাতে চান? গাঁদা ফুল দিয়ে সন্ধে বেলায় করুন এই কাজ