Shani sadesati: শনির দোষ কাটাতে মেনে চলুন কিছু উপায়, মেনে চললেই জীবন থেকে কাটবে সব কষ্ট!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিদেবের কৃপায় অনেকে লাভবান হন আবার শনির প্রকোপেই অনেকেরই জীবন ছারখার হয়ে যায়। শনির দোষজনিত বিভিন্ন পীড়ায় ভোগেন অনেকেই।
advertisement
1/7

শনিদেবের কৃপায় অনেকে লাভবান হন আবার শনির প্রকোপেই অনেকেরই জীবন ছারখার হয়ে যায়। শনির দোষজনিত বিভিন্ন পীড়ায় ভোগেন অনেকেই। প্রতীকী ছবি
advertisement
2/7
শনিদেবকে প্রসন্ন করার জন্য অর্থাৎ শনি দোষজনিত পীড়া নিবারণের জন্য শাস্ত্রগুলিতে অনেক উপায়ের বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে মহামৃত্যুঞ্জয় জপ, হোম, তর্পণ, অনুষ্ঠান, শনি বৈদিক এবং তান্ত্রিক মন্ত্রের জপ, কালো গরুর দান, নীলম ধারণ ও দান করা ইত্যাদি উপায় প্রচলিত রয়েছে, কিছু অন্যান্য উপায় এই রকম। প্রতীকী ছবি
advertisement
3/7
শনিবারে চিনি মিশ্রিত আটা এবং কালো তিল পিঁপড়েদের খাওয়ান। শনির পীড়া কমানোর জন্য কালো সুরমা নিয়ে শনিবারের দিন মাটিতে পুঁতে রাখা উচিত। শনিবারের দিন কালো উড়দ, তিল, গুড় মিশিয়ে লাড্ডু বানিয়ে যেখানে হাল চালানো হয়নি সেখানে পুঁতে দিন। একটি শুকনো নারকেল নিয়ে তাতে ছোট্ট একটি ছিদ্র করে চিনি ভরে তা অশ্বত্থ গাছের নিচে মূলের কাছে পুঁতে দিন। পুঁততে সময় খেয়াল রাখবেন যে খোলা মুখ মাটির সমান থাকে যাতে পিঁপড়ে এবং অন্যান্য জীব-জন্তু সহজে খেতে পারে, এতে শনি দোষ কমে। প্রতীকী ছবি
advertisement
4/7
আপনার উচ্চতার সমান কাঁচা সুতো নিয়ে তার সলতে বানিয়ে এই সলতে দিয়ে তেলের প্রদীপ জ্বালিয়ে সূর্যাস্তের পর সুন্দরকাণ্ড পড়লে অনিষ্ট প্রভাব শেষ হয়। আট শনিবার পর্যন্ত আখ গাছে আটটি লোহার পেরেক অর্পণ করলে সাড়েসাতির অনিষ্ট প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। প্রতীকী ছবি
advertisement
5/7
বিতর্ক এবং ব্যবসায় ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য যখন জাতকের সাড়েসাতি বা ঢাইয়া চলছে, তার প্রভাব থেকে বাঁচতে জাতককে নিজের ওজনের সমান কাঁচা কয়লা প্রবাহিত জলে ফেলে দিতে হবে। শুক্রবারে কালো ছোলা জলে ভিজিয়ে রাখুন। শনিবারে জল থেকে বের করে কালো কাপড়ে বেঁধে নিন। সঙ্গে একটি কাঁচা কয়লার টুকরা, এক টাকার কয়েন, কিছু কালো তিল দিয়ে বেঁধে এটি মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে প্রবাহিত জলে ফেলে দিন, যদি আপনি নিজে না যেতে পারেন তবে অন্য কেউও যেতে পারে। প্রতীকী ছবি
advertisement
6/7
প্রতিটি শনিবার তিলের তেল শরীরে মেখে স্নান করুন। শনি যদি জন্ম কুণ্ডলীতে অশুভ এবং মারক হলে কালো রঙের কাপড় এবং কালো বস্তুগুলির ব্যবহার কম করুন। যতদিন শনি সাড়েসাতি বা ঢাইয়া চলে ততদিন মদ, মাংস-মাছ, ডিম ইত্যাদি যতটা সম্ভব ত্যাগ করুন। শনিবারের দিন গরিবদের তেল দিয়ে তৈরি বস্তু খাওয়ানো উচিত। প্রতীকী ছবি
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani sadesati: শনির দোষ কাটাতে মেনে চলুন কিছু উপায়, মেনে চললেই জীবন থেকে কাটবে সব কষ্ট!