Most Angry zodiac signs: অল্পতেই মাথা গরম করেন পাঁচ রাশির মানুষেরা! তুমুল রাগে করে ফেলেন নিজের ক্ষতি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রাগ মানুষের ষড় রিপুর একটি অন্যতম অংশ। অনেকেই হঠাৎ প্রচণ্ড রেগে যান, আর রেগে গেলে এঁরা নিজেদের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাগের সময় যে কী করেন সেই মুহূর্তে হয়ত তাঁরাও বুঝতে পারেন না। কিন্তু, এর ফলে তাঁরা নিজেদেরই ক্ষতি করে বসেন।
advertisement
1/7

রাগ মানুষের ষড় রিপুর একটি অন্যতম অংশ। অনেকেই হঠাৎ প্রচণ্ড রেগে যান, আর রেগে গেলে এঁরা নিজেদের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাগের সময় যে কী করেন সেই মুহূর্তে হয়ত তাঁরাও বুঝতে পারেন না। কিন্তু, এর ফলে তাঁরা নিজেদেরই ক্ষতি করে বসেন। প্রতীকী ছবি
advertisement
2/7
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বেশ কিছু রাশি রয়েছে যারা রেগে গেলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। তখন এঁদের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় এঁরা নিজেদেরই ক্ষতি করে ফেলেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক/জাতিকারা প্রবল রাগে নিজেদেরই ক্ষতি করে বসেন। প্রতীকী ছবি
advertisement
3/7
সিংহ– সিংহ রাশির মানুষরা এক বার রেগে গেলে তার মাত্রা খুবই সাংঘাতিক হয়। এঁদের রাগের পরিমাণ সব সময়ে একটু বেশি থাকে। কথায় কথায় এরা রেগে যান। এঁরা যাঁর উপর রেগে যান, তাঁর থেকে প্রতিশোধ নিয়েই তবে ছাড়েন। এঁদের রাগ সামলানো খুব কঠিন হয়। তাই এঁরা রেগে গেলে এঁদের একা ছেড়ে দেওয়াই ভাল। প্রতীকী ছবি
advertisement
4/7
বৃষ– বৃষ রাশির মানুষরা সহজে খুব একটা বেশি রেগে যান না। কিন্তু এক বার যদি রেগে যান, তা হলে জ্ঞানহীন হয়ে পড়েন। রেগে গেলে সোজা কাজ উল্টো ভাবে করেন এবং নিজের ক্ষতি করতেও দু'বার ভাবে না। প্রতীকী ছবি
advertisement
5/7
বৃশ্চিক– বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট রাগী হন। কিন্তু এঁরা খুব সহজ সরল এবং সৎ ভাবে চলতে চান। প্রতারণা এঁরা একেবারে সহ্য করতে পারেন না। যদি এঁদের কেউ প্রতারিত করার চেষ্টাও করেন তাঁদের উপর এঁরা খুব বেশি রেগে যান। অতিরিক্ত রেগে গেলে নিজের ক্ষতিও করে বসেন। প্রতীকী ছবি
advertisement
6/7
মীন– মীন রাশির মানুষরা যে কোন কথাতে রাগ করেন, তা বোঝা মুশকিল। কারণ কখনও বড় ঘটনাতেও রাগ করেন না, আবার কখনও ছোট কোনও কারণেই অতিরিক্ত রেগে যান। এঁরা রেগে গেলে একেবারেই নিজের বশে থাকেন না। তখন যে কী করে বসবেন, তা বলা কঠিন। সেই মুহূর্তে নিজের ক্ষতি করা এঁদের কাছে খুব সহজ ব্যাপার। প্রতীকী ছবি
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Most Angry zodiac signs: অল্পতেই মাথা গরম করেন পাঁচ রাশির মানুষেরা! তুমুল রাগে করে ফেলেন নিজের ক্ষতি!