TRENDING:

Astro Tips 16th August: দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবার শেষ! আজ ১৬ অগাস্ট থেকে জীবন বদলাতে শুরু করবে এই ৫ রাশির! হাতে আসবে বিপুল অর্থ, বাড়বে সম্মান, দৌড়বে ঝিমিয়ে থাকা ভাগ্য...

Last Updated:
Astro Tips 16th August: জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শান্ডিল্য অনুযায়ী ৫ রাশির জন্য ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন ভালো থাকবে। এই রাশির লোকেরা এই দিন বাম্পার লাভ করবে। এর সাথে তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুখ এবং সমৃদ্ধি লাভ হবে। কোন কোন রাশির কথা বলা হয়েছে জানুন...
advertisement
1/10
দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবার শেষ! আজ থেকেই জীবনে বদল ৫ রাশির! অর্থ, সম্মানে ভাসবে সবাই...
জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্য বলেন, ১৬ আগস্ট—জন্মাষ্টমী উপলক্ষে—৫ রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। তারা এই দিনে প্রচুর লাভ পাবেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুখ ও সমৃদ্ধি অনুভব করবেন। গ্ৰহের অনুকূল অবস্থানের কারণে তাদের জন্য প্রতিটি কাজ সহজ হয়ে উঠবে।
advertisement
2/10
৫টি বিশিষ্ট রাশি - কোন রাশির জাতকদের জন্য কি ধরনের সুযোগ আসছে? চলুন অবিলম্বে প্রতিটি রাশির বিবরণে ঢুকে দেখা যাক।
advertisement
3/10
বৃষ রাশি: চন্দ্রদেব দুপুর ১১:৪৩ থেকে বৃষ রাশিতে গমন করবেন, যা বৃষ রাশির প্রথম ঘরকে প্রভাবিত করবে। এতে আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ও আকর্ষণ বাড়বে, যা সামাজিক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব আনবে।
advertisement
4/10
মিথুনে শুক্র ও গুরুর অবস্থান দ্বিতীয় ঘরকে দৃঢ় করবে, অর্থাৎ সম্পদ, কথা ও পারিবারিক সুখে উন্নতি হবে। শিল্প বা সৃজনশীল কাজে বিশেষ সাফল্য মিলবে।
advertisement
5/10
মিথুন রাশি: মিথুনে শুক্র এবং গুরু অবস্থানের কারণে মিথুন রাশির প্রথম ঘরে ব্যক্তিত্ব উন্নতি ও সামাজিক প্রভাব বাড়বে। বৃষ রাশিতে চন্দ্রের গমন দ্বাদশ ঘরে কাজ করবে, যা আত্মসচেতনতা ও বিদেশি সুযোগ নিয়ে আসবে। ব্যবসা, যোগাযোগ, লেখন কিংবা মিডিয়া ক্ষেত্রে আজ বিশেষ সাফল্য মিলবে।
advertisement
6/10
কর্কট রাশি: সূর্য এবং বুধ কর্কট রাশিতে অবস্থান করায় প্রথম ঘর প্রভাবিত হবে — আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও নেতৃত্ব গুণে উন্নতি হবে। বৃষ রাশিতে চন্দ্র একাদশ ঘরকে প্রভাবিত করবে, অর্থ উপার্জন, ইচ্ছাসিদ্ধি ও সামাজিক সংযোগ বৃদ্ধি পাবে।
advertisement
7/10
তুলা রাশি: তুলা রাশির শাসক শুক্র এবং মিথুনে অবস্থান করায় নবম ঘরে বিশেষ সুযোগ আসবে — যেড়তা, উচ্চশিক্ষা ও ধর্মীয় কাজে সাফল্য। বৃষ রাশিতে চন্দ্র অষ্টম ঘরে কাজ করলে অপ্রত্যাশিত লাভ এবং আধ্যাত্মিক উন্নতি হবে।
advertisement
8/10
মীন রাশি: মীন রাশিতে বক্র শরীরশীল শনি এবং বৃষ রাশিতে চন্দ্রর অবস্থান প্রযোজিত হবে প্রথম ও তৃতীয় ঘরকে। ফলে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস, সৃষ্টিশীলতা এবং যোগাযোগের প্রশান্তি আসবে। এ সব মিলে শিক্ষা, শিল্প, ব্যাচেলরিং ও সম্পর্ক উন্নয়নকে উৎসাহিত করবে।
advertisement
9/10
১৬ আগস্ট—জন্মাষ্টমীতে এই ৫ রাশি জাতকরা লাভ, সৃজনশীলতা, সামাজিক উন্নতি ও আধ্যাত্মিক সমৃদ্ধিতে বিশেষভাবে সম্মুখীন হবেন।
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips 16th August: দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবার শেষ! আজ ১৬ অগাস্ট থেকে জীবন বদলাতে শুরু করবে এই ৫ রাশির! হাতে আসবে বিপুল অর্থ, বাড়বে সম্মান, দৌড়বে ঝিমিয়ে থাকা ভাগ্য...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল