Ashada Amavasya Astro Tips 2025: আজ শুরু হলহারিণী অমাবস্যা! সন্ধ্যায় বাড়ির এই কোণে বিশেষ রঙের সলতে দিয়ে জ্বালুন প্রদীপ! মা লক্ষ্মীর আশীর্বাদে চুম্বকের টানে ঝড়ের বেগে টাকা ঢুকবে মানিব্যাগে-সিন্দুকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ashada Amavasya Astro Tips 2025: পুণ্যনদীতে স্নান, দানধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপুরুষদের উদ্দেশে নিবেদন করুন তর্পণ। পুণ্যস্নানের পর সূর্যদেবকে নিবেদন করুন অর্ঘ্য। এছাড়াও এই তিথিতে পুজো করতে পারেন ভগবান বিষ্ণুর।
advertisement
1/7

সনাতনী শাস্ত্রীয় মতে প্রতি মাসের পূর্ণিমা ও অমাবস্যা গুরুত্বপূর্ণ। সেরকমই আষাঢ় মাসের অমাবস্যাও যথেষ্ট মাহাত্ম্যপূর্ণ। এই তিথিকে বলা হয় ‘হলহারিণী অমাবস্যা’। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেমন ফলহারিণী, আষাঢ়ের অমানিশার নাম হলহারিণী।
advertisement
2/7
ভারতে আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল। এ সময় কৃষিকাজের জন্য আদর্শ। এই তিথিতে কৃষকরা তাঁদের হাল বা হল-এর পুজো করেন। তাছাড়া এ বছর অম্বুবাচী চলছে বলে বন্ধ থাকে জমি কর্ষণও। তাই একে বলা হয় হলহারিণী অমাবস্যা।
advertisement
3/7
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর আষাঢ় অমাবস্যা বা হলহারিণী অমাবস্যা শুরু হবে মঙ্গলবার, ২৪ জুন সন্ধ্যা ৭ টায়। অন্য পঞ্জিকা মতে এই তিথি শুরু হবে সন্ধ্যা ৭.২৬ মিনিটে। অমাবস্যার নিশিপালন হবে এই দিন। মঙ্গলবার বলে একে বলা হবে ভৌমবতী অমাবস্যা।
advertisement
4/7
তবে উদয় তিথি অনুসারে আষাঢ় অমাবস্যা পালিত হবে বুধবার, ২৫ জুন। এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেই জ্যোতিষ টোটকাগুলি পালন করলে জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন দূর হবে। সুখ শান্তি ও অর্থসাগরে ভাসবেন আপনি। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
5/7
পুণ্যনদীতে স্নান, দানধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপুরুষদের উদ্দেশে নিবেদন করুন তর্পণ। পুণ্যস্নানের পর সূর্যদেবকে নিবেদন করুন অর্ঘ্য। এছাড়াও এই তিথিতে পুজো করতে পারেন ভগবান বিষ্ণুর।
advertisement
6/7
মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আষাঢ় অমাবস্যা তিথিতে সূর্যাস্তের পর বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে ঘি বা সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। তবে তুলোর সলতের বদলে লালসুতো দিয়ে সলতে তৈরি করুন। প্রদীপের তেলে সামান্য কেশর দিন।
advertisement
7/7
এই জ্যোতিষ টোটকা পালন করলে দেবী লক্ষ্মী তুষ্ট হন। সংসারে কোনও অভাব অনটন থাকে না। অর্থসুখে প্লাবিত হবে জীবন। দুঃসময় কেটে আসবে সুসময়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ashada Amavasya Astro Tips 2025: আজ শুরু হলহারিণী অমাবস্যা! সন্ধ্যায় বাড়ির এই কোণে বিশেষ রঙের সলতে দিয়ে জ্বালুন প্রদীপ! মা লক্ষ্মীর আশীর্বাদে চুম্বকের টানে ঝড়ের বেগে টাকা ঢুকবে মানিব্যাগে-সিন্দুকে