Aquarius Love And Relationship Horoscope 2024: ২০২৪ সালে কুম্ভ রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Aquarius Love And Relationship Horoscope 2024: ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, কুম্ভ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
1/4

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, কুম্ভ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
2/4
কুম্ভ রাশির প্রেমজীবন: মঙ্গলের ইঙ্গিত, বছরের শুরুটা ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে। বুধের কারণে সম্পর্কে অস্বস্তিকর মুহূর্ত তৈরি হতে পারে। যাঁরা কমিটেড, তাঁরা নিজেদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন। জানুয়ারির মাঝামাঝি নাগাদ শুক্রের আশীর্বাদ বজায় থাকবে। আবার বৃহস্পতিবার প্রভাবে ধীরে ধীরে জীবন এবং সম্পর্কের বিষয়ে ম্যাচিউরিটি ও বোঝাপড়া অর্জন করতে পারবেন। বুধ এবং শুক্রের প্রভাবে ফেব্রুয়ারি নাগাদ প্রেমজীবন রীতিমতো তরতরিয়ে এগোবে।
advertisement
3/4
সম্পর্ক এবং জ্যোতিষশাস্ত্র: কমিটেড সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সঞ্চার ঘটবে। যদিও পরিবারের গুরুজনেরা সমস্যা তৈরি করতে পারেন। আর সম্প্রীতি বজায় রাখতেও বাধা দিতে পারেন। শুক্র এবং মঙ্গলের যুগ্ম প্রভাবে ফেব্রুয়ারির শেষ ভাগে প্রেমজীবন এবং সম্পর্কে দারুণ সময় আসতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক শান্তিপূর্ণ হবে। তবে মার্চ নাগাদ অবস্থা সেরকম থাকবে না। যাঁরা এখনও সম্পর্কে নেই, তাঁরা মার্চের শেষ ভাগে বিপরীত লিঙ্গের মানুষদের আকর্ষণ করতে পারবেন। শুক্রের আশীর্বাদ বজায় থাকবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল প্রতিক্রিয়ার দিকে নজর দিতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে, অপ্রত্যাশিত কিছু বিষয় সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে।
advertisement
4/4
ভবিষ্যদ্বাণী: মে নাগাদ ব্যক্তিগত জীবনে কিছু জটিল সমস্যা আসতে পারে। বুধ প্রেমজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক প্রভাব আনতে পারে। জুলাই নাগাদ জীবনে প্রেম আর রোম্যান্স থাকবে ভরপুর। প্রেমজীবনে আশীর্বাদ বজায় থাকবে। শুক্রের প্রভাবে রোম্যান্টিক থাকতে চলেছেন। উত্তর ভাগ্যকেন্দ্র সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বছরের শেষ ভাগে সম্পর্কে একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে প্রেমজীবনে উত্থান-পতন আসবে। বছর যত শেষের দিকে এগোবে, প্রেমও থাকবে ভরপুর। নভেম্বর নাগাদ উপভোগ্য সময় আসবে। যাঁরা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, বছরের শেষ দিকে তাঁদের প্রেমজীবন দারুণ সক্রিয় থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Aquarius Love And Relationship Horoscope 2024: ২০২৪ সালে কুম্ভ রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র