Ants: বাড়িতে পিঁপড়ের ভিড় বেড়েছে? পিঁপড়ে কীভাবে সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়ে আনে জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জ্যোতিষশাস্ত্রর দাবি, জীবনে ভাল বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়
advertisement
1/7

বিজ্ঞান বলে, পশু-প্রাণীরা অনেককিছুই আগে থেকে বুঝতে পারে! তাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থেকে বেশি সচল। ধরুন দেখলেন, বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে! জ্যোতিষমতে, এর পিছনে রয়েছে বড় কারণ! জ্যোতিষশাস্ত্রর দাবি, জীবনে ভাল বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়
advertisement
2/7
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়ে শুভ। ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়ালে জানবেন টাকা আসতে চলেছে।
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র মনে করে, লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলে জানবেন, সামনেই ঘোর দুঃসময়! আর্থিক অনটন শুরু হল বলে! কিন্তু লাল পিঁপড়ের মুখে যদি ডিম থাকে, তা ভাল লক্ষণ।
advertisement
4/7
যদি দেখেন চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি টাকা পেতে চলেছেন। গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনাদানা পেতে চলেছেন।
advertisement
5/7
পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ আসছে। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে।
advertisement
6/7
ঘরের পূর্বদিকে পিঁপড়ের সারি দেখতে পাওয়া মানে আপনি কোনও খারাপ খবর পেতে চলেছেন।
advertisement
7/7
পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশযাত্রার সুযোগ প্রবল।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ants: বাড়িতে পিঁপড়ের ভিড় বেড়েছে? পিঁপড়ে কীভাবে সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়ে আনে জানেন? পড়ুন