জগদ্ধাত্রী পুজোর আগেই ধন-ধামাকা! বুধ-মঙ্গলের জোড়া যোগে তিন রাশির জীবনে সোনালি সময়!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। দেবীর আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহে ভাসছে চারদিক। কিন্তু শুধু পূজার আনন্দ নয় — জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় কিছু রাশির জীবনে ঘটতে চলেছে বিশেষ এক পরিবর্তন!
advertisement
1/6

৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। দেবীর আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহে ভাসছে চারদিক। কিন্তু শুধু পূজার আনন্দ নয় — জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় কিছু রাশির জীবনে ঘটতে চলেছে বিশেষ এক পরিবর্তন!
advertisement
2/6
কারণ, এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, বর্তমানে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আর মঙ্গলও সেই একই রাশিতে প্রবেশ করতে চলেছে। দুই গ্রহের এই যুগল সংযোগ শুরু হবে ২৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই সময় গ্রহগত অবস্থান এমন এক শক্তির সঞ্চার করবে, যা কয়েকটি রাশির জাতকদের জীবনে এনে দিতে পারে সৌভাগ্য, উন্নতি ও নতুন সম্ভাবনা।চলুন দেখে নেওয়া যাক — কারা পেতে চলেছেন এই শুভ প্রভাব
advertisement
3/6
বৃষবৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি সত্যিই আশীর্বাদের মতো হতে পারে। বুধ ও মঙ্গলের যুগল প্রভাব জীবনের সব দিকেই স্বস্তি এনে দেবে।দাম্পত্য জীবনে শান্তি ফিরবে, আর্থিক অবস্থাও উন্নতির পথে যাবে। দীর্ঘদিনের চাপ বা মানসিক অস্থিরতা অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, আর প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনাও জোরালো।
advertisement
4/6
মিথুনমিথুন রাশির জাতকদের জন্য সময়টি এক কথায় ‘পজ়িটিভ ভাইব’! শরীর-স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তিও বজায় থাকবে।যাঁরা নতুন কিছু শুরু করতে চান — ব্যবসা, নতুন চাকরি বা কোনও সৃজনশীল কাজ — তাদের জন্য এই সময় একদম উপযুক্ত। পারিবারিক সম্পর্কে থাকবে বোঝাপড়া ও ভালোবাসা। বন্ধু ও সঙ্গীর সহযোগিতায় আত্মবিশ্বাসও বাড়বে।
advertisement
5/6
ধনুধনু রাশির জাতকদের জন্যও আসছে উজ্জ্বল সময়। বিশেষ করে যাঁরা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত, তাঁদের আয় বৃদ্ধি ও সাফল্যের সম্ভাবনা প্রবল।পরিবারে শান্তি ও স্থিতি ফিরে আসবে, আর্থিক অবস্থাও মজবুত হবে। নতুন বিনিয়োগ বা সিদ্ধান্ত নিতেও এই সময় শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
জগদ্ধাত্রী পুজোর আগেই ধন-ধামাকা! বুধ-মঙ্গলের জোড়া যোগে তিন রাশির জীবনে সোনালি সময়!