Ambubachi Nibritti Eating Tips: আজ অম্বুবাচী কখন শেষ? ভুলেও দাঁতে কাটবেন না এই ২ সবজি, ১ ডাল! সন্ধ্যায় প্রদীপ দিয়ে ছোট্ট কাজে কাটবে অভাব, আসবে অর্থবৃষ্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ambubachi Nibritti Eating Tips: অম্বুবাচী বা অমাবস্যার ব্রত পালন করুন বা না করুন, জেনে নিন কিছু জ্যোতিষ পরামর্শ৷ মনে করা হয় সেগুলি পালন করলে জীবনে আসবে না অভাব৷ সুখ শান্তি অর্থবৃষ্টিতে ভাসবে সংসার৷
advertisement
1/10

আষাঢ় মাসের অমাবস্যার মহা যোগে অনুষ্ঠিত হবে অম্বুবাচীর নিবৃত্তি৷ অর্থাৎ বুধবার আষাঢ়ের অমাবস্যায় সমাপন হবে অম্বুবাচী ব্রত৷ ফলে শাস্ত্রমতে এই অমাবস্যা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ৷
advertisement
2/10
অম্বুবাচী বা অমাবস্যার ব্রত পালন করুন বা না করুন, জেনে নিন কিছু জ্যোতিষ পরামর্শ৷ মনে করা হয় সেগুলি পালন করলে জীবনে আসবে না অভাব৷ সুখ শান্তি অর্থবৃষ্টিতে ভাসবে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/10
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২৫ জুন, বুধবার সন্ধ্যা ৬.২০ মিনিটে অম্বুবাচী সমাপ্তি৷ গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বুধবার রাত ৩.২০ মিনিটে অম্বুবাচীর সমাপন৷
advertisement
4/10
একটি পাত্রে কাঁচা দুধ, কালো তিল এবং গঙ্গাজল মিশিয়ে অর্পণ করুন পিতৃপুরুষের উদ্দেশে৷ মনে করা হয় এতে কেটে যাবে পিতৃদোষ৷ জীবনের বাধা কেটে ত্বরান্বিত হয় আর্থিক উন্নতি৷
advertisement
5/10
এদিন পশুসেবা করুন৷ দানধ্যান করুন দীনজনে৷ তাহলে সুগম হবে পুণ্যসঞ্চয়ের পথ৷ অশুভ শক্তি দূর করতে বাড়ির সর্বত্র ছড়িয়ে দিন গঙ্গাজল৷
advertisement
6/10
কোন আমিষ বা তামসিক আহার এই তিথিতে গ্রহণ করবেন না৷ চেষ্টা করুন সাত্বিক আহার গ্রহণ করতে৷ বর্জন করুন নেশাজাতীয় দ্রব্য থেকে৷
advertisement
7/10
এই বিশেষ অমাবস্যায় কুমড়ো, চালকুমড়ো এবং মাসকলাই দিয়ে তৈরি কোনও খাবার খাবেন না৷ শাস্ত্রমতে সেগুলি নিষিদ্ধ৷ গ্রহণ করলে বাড়তে পারে জীবনের বিপত্তি৷
advertisement
8/10
একটি মাটির প্রদীপে নিন ঘি বা তিলের তেল৷ সঙ্গে সাদা সুতো বা তুলো দিয়ে তৈরি সলতে এবং কালো তিল৷ এছাড়া লাগবে পরিষ্কার সাদা কাপড়, একটি মুদ্রা (তামার হলে ভাল হয়), ৫ টি ধূপকাঠি৷
advertisement
9/10
আজ, আষাঢ় অমাবস্যার সন্ধ্যায় এই প্রদীপ প্রজ্বলন করুন বাড়িতে আপনার আরাধ্য দেবতার সামনে৷ প্রদীপের তেলে দিন কালো তিল৷ পাশে রাখুন সাদা কাপড় ও তামার মুদ্রা৷ এর পর আরাধ্য দেবদেবীর কাছে সর্বাঙ্গীন মঙ্গলের জন্য সর্বান্তঃকরণে প্রার্থনা করুন৷
advertisement
10/10
পরে ওই সাদা কাপড় ও মুদ্রা বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এক সপ্তাহ৷ সাত দিন পর সেটি ভাসিয়ে দিন জলে৷ এতে আর্থিক সঙ্কট কাটে৷ ঘরে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়৷ পরিবার থেকে কলহ ও অশান্তি দূর হয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ambubachi Nibritti Eating Tips: আজ অম্বুবাচী কখন শেষ? ভুলেও দাঁতে কাটবেন না এই ২ সবজি, ১ ডাল! সন্ধ্যায় প্রদীপ দিয়ে ছোট্ট কাজে কাটবে অভাব, আসবে অর্থবৃষ্টি