Astrology: রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ...! মঙ্গলবার ঘুম থেকে উঠেই করুন ছোট্ট কাজটি, হনুমানজি তুষ্ট হলেই কাটবে ফাঁড়া-সঙ্কট, আমূল বদলে যাবে জীবন
- Written by:Trending Desk
- local18
- Published by:Riya Das
Last Updated:
Astrology: অঞ্জনধামের পুরোহিত কেদারনাথ পান্ডে বলেছেন যে, মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার তাঁর পূজা করলে জীবনে ইতিবাচকতা আসে।
advertisement
1/5

রাত পোহালেই মঙ্গলবার৷ মঙ্গল ও শনিবার ভগবান হনুমানের পূজা করার রীতি রয়েছে। কথিত আছে যে, মঙ্গল ও শনিবার শুদ্ধ চিত্তে বজরঙ্গবলীর পূজা করলে তিনি প্রসন্ন হন এবং তাঁর ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। এক নজরে দেখে নেওয়া যাক এক্ষেত্রে তাঁকে নৈবেদ্য রূপে কোন জিনিসটি অর্পণ করা উচিত।
advertisement
2/5
অঞ্জনধামের পুরোহিত কেদারনাথ পান্ডে বলেছেন যে, মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার তাঁর পূজা করলে জীবনে ইতিবাচকতা আসে। মঙ্গলবার ভগবান হনুমানের আরাধনা করলে জীবনের সমস্যা দূর হতে শুরু করে এবং জীবনের অমীমাংসিত কাজে সফলতা পাওয়া যায়।
advertisement
3/5
মঙ্গলবার বজরঙ্গবলীর পূজা করার সময় পান অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এতে হনুমানজি প্রসন্ন হন। যদি কোনও মানুষ কষ্ট, দুঃখ, এবং কঠোর পরিশ্রম করেও জীবনে কোনও ফল না পায়, তবে হনুমানজিকে মঙ্গলবার পান অর্পণ করলে সমস্ত দোষ দূর হয় এবং সাফল্য প্রাপ্তি হয়। হনুমানজি ভক্তদের সকল কষ্ট দূর করেন এবং সেই সঙ্গে ভয়, দুঃখ, পাপ ও দোষ দূর হয়। এর পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। এতে জীবনের সমস্যা দূর হতে থাকে।
advertisement
4/5
হনুমানজিকে পান অর্পণ করলে অর্থ সংক্রান্ত সমস্যারও সমাধান হতে থাকে। কেউ যদি ভয় বা ভীতির সম্মুখীন হয়, তবে মঙ্গলবার হনুমানজিকে পান নিবেদন করলে ভয় থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/5
এছাড়াও, যারা প্রায়শই সমস্যার সম্মুখীন হয়, তারা মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করে সমস্যা থেকে মুক্তি পেতে পারে। জীবনের অর্থ সংক্রান্ত সমস্যাগুলিরও এই প্রতিকারে সমাধান হয়। হনুমানজির কৃপায় জীবন উন্নত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ...! মঙ্গলবার ঘুম থেকে উঠেই করুন ছোট্ট কাজটি, হনুমানজি তুষ্ট হলেই কাটবে ফাঁড়া-সঙ্কট, আমূল বদলে যাবে জীবন