প্রসন্ন হবেন পিতৃপুরুষ, কাটবে কালসর্পদোষ, আজ অমাবস্যা তিথিতে এই মন্ত্র জপ করতেই হবে
- Published by:Simli Raha
Last Updated:
শুধু ভগবানের আরাধনার ক্ষেত্রেই নয়, পিতৃপুরুষকে প্রসন্ন করার জন্যও অমাবস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
advertisement
1/6

• সবার প্রথমে যে প্রশ্ন ওঠে, তা হল অমাবস্যা তিথি শুভ না অশুভ ফলদায়ক? এই প্রসঙ্গ উত্থাপনের সঙ্গত কারণ রয়েছে। সৃষ্টির আদিম কাল থেকেই অন্ধকারকে অশুভের সঙ্গে তুলনা করে এসেছে মানুষ। বিশেষ করে অমাবস্যা তিথিতে যখন আকাশে চাঁদ দেখা যায় না, তখন সেই অন্ধকারের তীব্রতাও হয় অধিক গাঢ়।
advertisement
2/6
• কিন্তু হিন্দু শাস্ত্রে অমাবস্যাকে নিতান্তই অশুভ বলে বিবেচনা করা হয়নি। সব তিথিরই রয়েছে কিছু মঙ্গলজনক দিক, সেই মতো অমাবস্যারও রয়েছে গুরুত্ব। ভুলে গেলে চলবে না যে দেবী কালীর পূজার প্রশস্ত তিথিই হল অমাবস্যা। এছাড়াও সোমবারে যে অমাবস্যা পড়ে, তাকে সোমবতী অমাবস্যা নামে উল্লেখ করে শাস্ত্র, জানায় যে এই তিথিতে ভগবান শিবের আরাধনায় ভক্তের সর্বাঙ্গীণ মঙ্গল হয়।
advertisement
3/6
• অতএব, অমাবস্যা তিথিকে হেলাফেলা করা যাবে না। হিন্দু শাস্ত্রে শুধু ভগবানের আরাধনার ক্ষেত্রেই নয়, পিতৃপুরুষকে প্রসন্ন করার জন্যও অমাবস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ চলে, তা অনুষ্ঠিত হয় কৃষ্ণপক্ষে, তার শেষ দিনটিই মহালয়া যা অমাবস্যা তিথিতে পড়ে।
advertisement
4/6
• সেই দিন যেমন পিতৃপুরুষের তর্পণ বিশেষ পুণ্যদায়ক, তেমনই প্রতি অমাবস্যাতেই তর্পণ এবং শ্রাদ্ধানুষ্ঠান করা যায়। সেই মতো চলতি বছরের আষাঢ় মাসের অমাবস্যা, যা ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে ৯ জুলাই পড়েছে, সেটিও পিতৃপুরুষকে জল এবং অন্নদান করার পক্ষে শুভ।
advertisement
5/6
• বলে রাখা ভাল, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথি শুরু হয়েছে ৯ জুলাই ভোর ৫টা ১৬ মিনিট থেকে এবং তা থাকবে ১০ জুলাই সকাল ৬টা ৪৬ মিনিট পর্যন্ত। অতএব, এই সময়ের মধ্যে সকালে স্নান সেরে পিতৃপুরুষকে জলদান করা যায়।
advertisement
6/6
অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই মতো অমাবস্যা তিথি কালসর্পদোষ খণ্ডনের জন্য প্রশস্ত। এই লক্ষ্যে 'ওম নমঃ শিবায়' বা "ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্/উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্"- এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রও ১০৮ বার জপ করা যায়। অবশ্য, তা অমাবস্যা তিথি থেকে শুরু করে যত দিন না দোষ খণ্ডন হচ্ছে, তত দিন পর্যন্ত নিয়মিত জপ করতে হবে। একই সঙ্গে জপ করা যায় বীজ মন্ত্র বা রাহু মন্ত্রও।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
প্রসন্ন হবেন পিতৃপুরুষ, কাটবে কালসর্পদোষ, আজ অমাবস্যা তিথিতে এই মন্ত্র জপ করতেই হবে