Amalaki Ekadashi 2024: পুজো দিতে হবে শুধু ছোট্ট সস্তার এই ফল দিয়ে, তাহলেই ঋণের চক্র থেকে মুক্তি, পরামর্শ জ্যোতিষবিদের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Amalaki Ekadashi 2024: এই একাদশীতে আমলকি দিয়ে পুজো দিন শিব-পার্বতী ও বিষ্ণুর
advertisement
1/5

আমলকি বা রঙ্গভরী একাদশীতে আমলকি দিয়ে পুজো দিন বিষ্ণুকে ও মহাদেবকে।ঋণের হাত থেকে মিলবে মুক্তি। জানালেন জ্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী।
advertisement
2/5
ফাল্গুন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে আমলকী বা রঙ্গভরী একাদশী পালিত হয়।রঙ্গভরী একাদশী শিব ও পার্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিথিতে পুজো ও উপবাস করলে শিব-পার্বতী এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
3/5
এই একাদশী তিথি উপলক্ষে কাশীতে শিব-পার্বতীর বিশেষ পুজো হয়।এই দিন থেকে কাশীতে হোলি খেলা শুরু হয়। ৬ দিন পর্যন্ত হোলি খেলা হয় সেখানে। আমলকী একাদশী পালিত হবে বুধবার।
advertisement
4/5
জ্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, "আমলকী একাদশীতে শিবলিঙ্গের অভিষেকের সময় আমলকী অর্পণ করা উচিত।বিষ্ণুকেও পুজো দেওয়া উচিত আমলকী দিয়ে।তাহলে ভাগ্যরেখা উন্নত হয়।"
advertisement
5/5
এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে।চাকরি,ব্যবসাতে মেলে সুফল বলে জানিয়েছেন জ্যোতিষবিদ। Input- Annanya Dey
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Amalaki Ekadashi 2024: পুজো দিতে হবে শুধু ছোট্ট সস্তার এই ফল দিয়ে, তাহলেই ঋণের চক্র থেকে মুক্তি, পরামর্শ জ্যোতিষবিদের