TRENDING:

Akshaya Tritiya 2022: আগামিকাল অক্ষয় তৃতীয়া, জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী

Last Updated:
Akshaya Tritiya 2022: পঞ্জিকা মতে, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়
advertisement
1/6
আগামিকাল অক্ষয় তৃতীয়া, জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী
আগামিকাল, ২ মে অক্ষয় তৃতীয়া। পঞ্জিকা মতে, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই দিনে যা কিছু অর্জন করবেন সবই অক্ষয় হবে বলে ধরা হয় ৷ ব্যবসার কাজ, জমি বা বাড়ি কেনা, যানবাহন, গহনা কেনা এবং বিবাহের মতো শুভ কাজও সম্পন্ন হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন। এই বিশেষ দিনে সোনা কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মা লক্ষ্ণী ও গণেশের পুজো করতে হয় এই দিন ৷ কোনও ব্যক্তি এদিন মন থেকে ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার 'অক্ষয়' জ্ঞান প্রাপ্তি হয়। জেনে নিন অক্ষয় তৃতীয়ার সময়সূচী ও নির্ঘণ্ট
advertisement
2/6
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে– তৃতীয়া তিথি আরম্ভ– বাংলা– ১৯ বৈশাখ, মঙ্গলবার। ইংরেজি– ৩ মে, মঙ্গলবার। সময়– ভোর ৫টা ২০ মিনিট। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ২০ বৈশাখ, বুধবার। ইংরেজি– ৪ মে, বুধবার। সময়– সকাল ৭টা ৩৩ মিনিট।
advertisement
3/6
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে তৃতীয়া তিথি আরম্ভ– বাংলা– ১৮ বৈশাখ, সোমবার। ইংরেজি– ২ মে , সোমবার। সময়– রাত ৩টে ১৬ মিনিট ৭ সেকেন্ড। ১৯ বৈশাখ, ৩ মে, মঙ্গলবার তৃতীয়া অহোরাত্র, অক্ষয় তৃতীয়া ব্রত। ভগবান শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ২০ বৈশাখ, বুধবার। ইংরেজি– ৪ মে বুধবার। সময়– ভোর ৫টা ২৫ মিনিট ৮ সেকেন্ড। অক্ষয় তৃতীয়া ব্রতম। শ্রী শ্রী কৃষ্ণস্য চন্দন যাত্রা। শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব। শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব।
advertisement
4/6
শুভ মুহূর্ত - পুজোর শুভ সময় - সকাল ০৫:৩৯ থেকে দুপুর ১২:১৮ পর্যন্ত। সোনা ও রুপো কেনার শুভ সময় - সকাল ০৫:৩৯ থেকে পরের দিন ০৫:৩৮ টা পর্যন্ত। চৌঘড়িয়া মুহূর্ত - চৌঘড়িয়া মুহূর্ত (চর, লাভ, অমৃত) - সকাল ০৮:৫৯ থেকে দুপুর ০১.৫৮ পর্যন্ত। বিকেলের মুহূর্ত (শুভ) - বিকেল ০৩:৩৮ থেকে ০৫:১৮ পর্যন্ত । সন্ধ্যার জন্য মুহূর্ত (লাভ) - ০৮:১৮ pm থেকে ০৯:৩৮ pm। রাতের মুহূর্ত (শুভ, অমৃত, পরিবর্তনশীল) - রাত ১০:৫৮ থেকে ০২:৫৮ পর্যন্ত ।
advertisement
5/6
বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিনেই নাকি মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ। অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগের অবসান ও ত্রেতা যুগের শুরু হয়।
advertisement
6/6
মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এদিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya 2022: আগামিকাল অক্ষয় তৃতীয়া, জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল