Akshay Tritiya: শেষ হতে চলেছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়! কখন কিনবেন সোনা-রূপো? জেনে নিন সময়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অক্ষয় তৃতীয়ার শুভ সময় শেষ হতে আর কিছু ঘণ্টাই বাকি রয়েছে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
advertisement
1/7

অক্ষয় তৃতীয়ার শুভ সময় শেষ হতে আর কিছু ঘণ্টাই বাকি রয়েছে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, প্রতি মাসের বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয়। এই দিন কোনও শুভ এবং মাঙ্গলিক কাজ করা শুভ বলে মনে করা হয়।
advertisement
3/7
এই বছর অক্ষয় তৃতীয়া বিশেষ হতে চলেছে। কারণ, এই সময় গজকেশরী, মালব্য, লক্ষ্মী-নারায়ণ-সহ একাধিক রাজযোগের সৃষ্টি হতে চলেছে।
advertisement
4/7
এই দিন ভগবান কুবের এবং মা লক্ষ্মীর পুজো করলে ঘরে ধন-সম্পদের বৃদ্ধি ঘটবে। দেখে
advertisement
5/7
নেওয়া যাক কখন রয়েছে শুভ মহরত-বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া আরম্ভ হবে- ২৯ এপ্রিল সন্ধ্যা ৫টা বেজে ৩১ মিনিটে।তৃতীয়া শেষ- ৩০ এপ্রিল দুপুর ২ টো বেজে ১২ মিনিটেতৃতীয়া সমাপন- ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে।
advertisement
6/7
কখন কিনবেন সোনা রূপো?দুপুর ২টো বেজে ১২ মিনিটের মধ্যে সোনা রূপো কেনা শুভ বলে মনে করা হয়।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshay Tritiya: শেষ হতে চলেছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়! কখন কিনবেন সোনা-রূপো? জেনে নিন সময়