TRENDING:

Akshay Tritiya : অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির দরজায় এই কাজটি করে রাখুন, ফলাফল পাবেন হাতেনাতে

Last Updated:
Akshay Tritiya : ১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া।
advertisement
1/6
অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করলে ফল পাবেন একেবারে হাতে নাতে
১০ মে শুক্রবার দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এবং এই দিনে গজকিশোরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে যে কোনও কাজে সঠিক টোটকা জানলে সেই কাজের ব্যাপক গুরুত্ব লাভ করা যায়।
advertisement
2/6
অক্ষয় তৃতীয়ার দিনেই বাড়ির আর্থিক উন্নয়নের জন্য এছাড়াও বাড়িতে যদি বাস্তবতা সমস্যা থাকে সেক্ষেত্রেও এই কাজটি করলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
3/6
বাড়িতে যদি বাস্তবত সমস্যা থাকে এবং বাড়ির আর্থিক উন্নয়ন একদমই থমকে যায় অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করলে সমস্যার সমাধান হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
4/6
অক্ষয় তৃতীয়ার দিন সকালে ২১ টি আম পাতা নিয়ে সেটি দড়ির মধ্যে একটি তোরণ বানাতে হবে। এরপর সেটিকে বাড়ির যে মেইন দরজাটি রয়েছে সেই দরজার উপরে টাঙিয়ে দিতে হবে।
advertisement
5/6
এর ফলে তিনি জানাচ্ছেন সারা বছর গোটা বাড়ি জুড়ে একটি ইতিবাচক শক্তি কাজ করবে। এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে। এছাড়াও বাস্তবতা যদি কোনও সমস্যা থাকে সেটিও কেটে যাবে।
advertisement
6/6
সামনে অক্ষয় তৃতীয়া, আর এই দিনে একাধিক শুভ কাজের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন পুজো পাঠ, যাত্রা, গমন ইত্যাদির সূচনা করে থাকি আমরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshay Tritiya : অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির দরজায় এই কাজটি করে রাখুন, ফলাফল পাবেন হাতেনাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল