Akshay Tritiya 2024: সোনা নয়, অক্ষয় তৃতীয়ায় এই ৪ রাশির জাতকেরা সাদা ধাতু কিনুন; সুখ-সমৃদ্ধি সঙ্গী হয়ে উঠবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Akshay Tritiya 2024: এই বিশেষ দিনে এমন কিছু কেনাকাটি করা হয়, যার কোনও ক্ষয় হয় না। সেই মত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন কেনা হয় সোনা-রুপো বা হিরে।
advertisement
1/9

শুক্রবার, ১০ মে ২০২৪ অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হয়ে গিয়েছে। এই শুভ সময়ে গৃহপ্রবেশ থেকে শুরু করে, সোনা কেনার শুভ সময় এই দিনটি। ধনতেরাস ছাড়াও এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নিয়েও আগ্রহ দেখা যায়।
advertisement
2/9
'অক্ষয়' শব্দের অর্থ হল যার কোনও অক্ষয় নেই। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষমতে। এই বিশেষ দিনে এমন কিছু কেনাকাটি করা হয়, যার কোনও ক্ষয় হয় না। সেই মত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন কেনা হয় সোনা-রুপো বা হিরে।
advertisement
3/9
এবার দেখে নিন রাশি অনুসারে আপনার এদিন কী কেনা উচিত।
advertisement
4/9
তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হিরের গয়না কেনার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। অক্ষয় তৃতীয়ায় যে রবি যোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবেন আপনি।
advertisement
5/9
হিরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা, কন্যা, মিথুন, বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ।
advertisement
6/9
গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু, মীন ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য। এছাড়া বর্তমানে যাঁদের জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যাঁরা বৃহস্পতির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁরাও সোনা কিনলে শুভ ফল লাভ করবেন।
advertisement
7/9
এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে প্রবেশ করছে বুধ। তাই মেষ রাশির জাতকদেরও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাঁদের জন্ম তাঁরাও সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন।
advertisement
8/9
জ্যোতিষ গণনা বলছে যে, এবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রুপো কেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট, বৃষ, মিথুন ও মকর রাশির জাতকদের। এই চার রাশির জাতকরা যদি এই দিনে হিরের গয়না কিনতে চান, তাহলে তা সোনা নয়, প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ডে বাঁধিয়ে নিন।
advertisement
9/9
এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা শুভ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshay Tritiya 2024: সোনা নয়, অক্ষয় তৃতীয়ায় এই ৪ রাশির জাতকেরা সাদা ধাতু কিনুন; সুখ-সমৃদ্ধি সঙ্গী হয়ে উঠবে!