TRENDING:

Agrahayana Purnima Vastu Eating Tips: রাত পোহালেই অঘ্রাণের পূর্ণিমা! করলা, উচ্ছে-সহ এই ৪ সবজি ভুলেও খাবেন না! অভাব, অসুখ ও অমঙ্গলে ছারখার সংসার!

Last Updated:
Agrahayana Purnima Vastu Eating Tips:চলতি ইংরেজি বছরের এটাই শেষ পূর্ণিমা৷ প্রতি পুণ্যতিথির মতো এ দিনও পালনীয় কিছু আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের মঙ্গল হয়৷ বজায় থাকে সুখশান্তি ও অর্থের প্রাচুর্য
advertisement
1/6
আগামিকাল অঘ্রাণের পূর্ণিমা! খাবেন না করলা, উচ্ছে-সহ ৪ সবজি! অভাব অসুখ অমঙ্গলে ছারখার সংসার
এসেই গেল মার্গশীর্ষ পূর্ণিমা৷ মৃগশিরা নক্ষত্র থেকে অগ্রহায়ণ মাসের আর এক নাম মার্গশীর্ষ৷ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর পালিত হচ্ছে এই মাসের পূর্ণিমা তিথি৷ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র এই তিথি৷
advertisement
2/6
চলতি ইংরেজি বছরের এটাই শেষ পূর্ণিমা৷ প্রতি পুণ্যতিথির মতো এ দিনও পালনীয় কিছু আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের মঙ্গল হয়৷ বজায় থাকে সুখশান্তি ও অর্থের প্রাচুর্য৷ কারণ চলতি মরশুমে যাতে শারীরিক সুস্থতা বজায় থাকে, সেভাবেই তৈরি হয় এই আহারবিধি৷ পরবর্তীতে তার সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
advertisement
3/6
অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমায় ভুলেও খাবেন না পেঁয়াজ-রসুন৷ এই দুই সবজিকে আমিষ আহারের মধ্যে ধরা হয়৷ এই দুই সবজি বাদ রেখে গ্রহণ করুন এই দিনের আহার৷
advertisement
4/6
মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবারও বর্জন করুন এই পুণ্যতিথিতে৷ যাঁরা উপবাস ব্রত পালন করছেন না, তাঁরাও সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন
advertisement
5/6
পূর্ণিমা তিথিতে বর্জন করুন যে কোনও রকমের তিতো খাবার৷ করলা, নিমপাতা, উচ্ছে-সহ সবরকম তিক্ত খাবার থেকে দূরে থাকুন পুণ্যলগ্নে৷
advertisement
6/6
অগ্রহায়ণ পূর্ণিমায় কোনও পোড়া খাবার খাবেন না৷ সেঁকা বা পোড়া খাবার গ্রহণ করা এই তিথিতে অশুভ বলে মনে করা হয়৷ তাই রুটি খাওয়াও অশুভ হিসেবে ধরা হয় এই সময়ে৷ ( ছবি : AI Generated)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Agrahayana Purnima Vastu Eating Tips: রাত পোহালেই অঘ্রাণের পূর্ণিমা! করলা, উচ্ছে-সহ এই ৪ সবজি ভুলেও খাবেন না! অভাব, অসুখ ও অমঙ্গলে ছারখার সংসার!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল