Agrahayana Purnima Unlucky Zodiac Signs 2025: এই সপ্তাহেই আসছে অঘ্রাণ বা মার্গশীর্ষের পূর্ণিমা! জানুন দিনক্ষণ ও সময়! ঘরে বাইরে চরম সমস্যায় পড়তে পারেন কুম্ভ-সহ ৩ রাশি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Agrahayana Purnima Unlucky Zodiac Signs 2025: কিছু রাশির এই তিথি অত্যন্ত শুভ৷ তাঁদের জন্য আসছে সুসময়৷ আবার কিছু রাশির জন্য আসন্ন সময় শুভ নয়৷ জানুন কোন কোন রাশির উপর কুপ্রভাব পড়বে এই অঘ্রাণ বা মার্গশীর্ষ পূর্ণিমা তিথির৷
advertisement
1/6

চলছে অগ্রহায়ণ মাস৷ আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার পালিত হবে এই মাসের পূর্ণিমা৷ শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিফলের উপর প্রভাব ফেলবে এই তিথি৷
advertisement
2/6
৪ ডিসেম্বর সকাল ৮.৩৮ মিনিটে শুরু হবে পূর্ণিমা৷ এই তিথি থাকবে ৫ ডিসেম্বর ভোর ৪.৪৩ মিনিট পর্যন্ত৷ তিথির আচার অনুষ্ঠান ও পূজা পার্বণ পালিত হবে বৃহস্পতিবার৷
advertisement
3/6
কিছু রাশির এই তিথি অত্যন্ত শুভ৷ তাঁদের জন্য আসছে সুসময়৷ আবার কিছু রাশির জন্য আসন্ন সময় শুভ নয়৷ জানুন কোন কোন রাশির উপর কুপ্রভাব পড়বে এই অঘ্রাণ বা মার্গশীর্ষ পূর্ণিমা তিথির৷ বলছে জ্যোতিষী চক্রপাণি ভাট৷
advertisement
4/6
অগ্রহায়ণ বা মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্র বা পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন, যা মানসিক চাপের কারণ হতে পারে।
advertisement
5/6
মকর রাশির জাতকদের সতর্ক থাকা ও চারদিক নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ মানসিক সমস্যার কারণে ঘটতে পারে ধৈর্যচ্যুতি৷ অসুবিধে হতে পারে মনসংযোগে৷
advertisement
6/6
ঘরে বাইরে ঝামেলার মুখোমুখি হতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Agrahayana Purnima Unlucky Zodiac Signs 2025: এই সপ্তাহেই আসছে অঘ্রাণ বা মার্গশীর্ষের পূর্ণিমা! জানুন দিনক্ষণ ও সময়! ঘরে বাইরে চরম সমস্যায় পড়তে পারেন কুম্ভ-সহ ৩ রাশি!