TRENDING:

Agrahayana Month Vastu Eating Tips: শুরু হল অগ্রহায়ণ মাস! মুসুরডাল-সহ ৩ খাবার দাঁতে কাটবেন না ভুলেও! রোগ-ব্যাধিতে তছনছ শরীর! চুরমার জীবন!

Last Updated:
Agrahayana Month Vastu Eating Tips: এই মাস অত্যন্ত পবিত্র৷ বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে অগ্রহায়ণ মাস বিশেষ মাহাত্ম্যময় ও গুরুত্বপূর্ণ৷ এই মাসের কিছু পালনীয় একাধিক আচার ও শাস্ত্রসম্মত নিয়ম আছে৷ আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র মতে এই মাসের নির্দিষ্ট আহারবিধি আছে৷ ঋতু পরিবর্তন অর্থাৎ শীতের আগমনে শারীরিক সুস্থতার জন্য এই আহারবিধি পালন করা তাৎপর্যপূর্ণ৷
advertisement
1/5
শুরু হল অগ্রহায়ণ মাস! মুসুরডাল-সহ ৩ খাবার দাঁতে কাটবেন না ভুলেও! রোগ-ব্যাধিতে তছনছ শরীর!
শুরু হয়েছে অগ্রহায়ণ মাস৷ মৃগশিরা নক্ষত্র থেকে এই মাসের অন্য নাম মার্গশীর্ষ৷ অতীতে এই সময় থেকেই শুরু হত নতুন বর্ষগণনা৷ তাই এই মাসের অপর নাম হয়ে গিয়েছে অগ্রহায়ণ৷ চলিত ভাষায় সেই নাম অঘ্রাণ৷
advertisement
2/5
এই মাস অত্যন্ত পবিত্র৷ বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে অগ্রহায়ণ মাস বিশেষ মাহাত্ম্যময় ও গুরুত্বপূর্ণ৷ এই মাসের কিছু পালনীয় একাধিক আচার ও শাস্ত্রসম্মত নিয়ম আছে৷ আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র মতে এই মাসের নির্দিষ্ট আহারবিধি আছে৷ ঋতু পরিবর্তন অর্থাৎ শীতের আগমনে শারীরিক সুস্থতার জন্য এই আহারবিধি পালন করা তাৎপর্যপূর্ণ৷ সময়ের সঙ্গে সঙ্গে এতে মিশেছে জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছে জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/5
অগ্রহায়ণ মাসের শনিবার, পূর্ণিমা এবং একাদশীর মতো তিথিতে এড়িয়ে চলুন মুসুরডাল৷ কারণ এই ডালকে আমিষ তথা তামসিক আহার হিসেবে ধরা হয়৷ চেষ্টা করুন ছোলার ডালও পরিমাণে কম খেতে৷ মুগডাল, অড়হর ডালের মতো দানাশস্য খেতে পারেন৷
advertisement
4/5
অগ্রহায়ণ মাসে আমের আচার খাবেন না৷ এটা আমের সময় নয়৷ তাই আচার খেলেও মরশুমি ফল যেমন জলপাই, চালতার আচার খেতে পারেন৷
advertisement
5/5
এই সময়ে কালো তিলও বেশি খাবেন না৷ বিশেষ করে শনিবার করে কালো তিল বর্জন করুন৷ কারণ সাপ্তাহিক শনিবার হল শনিদেবের জন্য নিবেদিত দিন৷ এই দিনে কালো তিল তাঁকে উৎসর্গ করুন৷ নিজে গ্রহণ করবেন না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Agrahayana Month Vastu Eating Tips: শুরু হল অগ্রহায়ণ মাস! মুসুরডাল-সহ ৩ খাবার দাঁতে কাটবেন না ভুলেও! রোগ-ব্যাধিতে তছনছ শরীর! চুরমার জীবন!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল