Astrology: রবিবারেই সূর্য-মঙ্গলের গোচরে আদিত্য–মঙ্গল রাজযোগ! ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Aditya Mangal Rajyog Rashifal: রবিবারেই স্থান পরিবর্তন করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল৷ ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে গমন করতে চলেছে৷ মঙ্গলের এই গোচরের প্রভাব সরাসরি পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপরে৷
advertisement
1/8

রবিবারেই স্থান পরিবর্তন করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ৷ ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে গমন করতে চলেছে৷ মঙ্গলের এই গোচরের প্রভাব সরাসরি পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপরে৷
advertisement
2/8
৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মঙ্গল ধনু রাশিতে থাকবে। এই সময় ১৬ ডিসেম্বর সূর্যও ধনু রাশিতে প্রবেশ করবে এবং ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সেখানেই অবস্থান করবে।
advertisement
3/8
ফলে ধনু রাশিতে সূর্য ও মঙ্গলের যুগল অবস্থান আদিত্য–মঙ্গল রাজযোগ তৈরি করবে। এই যোগ অত্যন্ত শুভ বলে মানা হয়। এই যোগের প্রভাবে ৪ রাশির কপাল খুলবে৷
advertisement
4/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের কপালে আদিত্য–মঙ্গল রাজযোগের শুভ প্রভাব পড়বে৷ রবিবার থেকেই ভাল সময় শুরু এই রাশির জাতক জাতিকাদের৷ পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। অর্থলাভের যোগ রয়েছে। বিনিয়োগে লাভ হবে।
advertisement
5/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের আদিত্য–মঙ্গল রাজযোগে ভাল সময় আসছে৷ এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষমতা বাড়বে৷ ভাগ্য সহায় হবে। কাজ সহজেই সম্পন্ন হবে। বাকশক্তির প্রভাবে কাজের সাফল্য আসবে। আর্থিক স্থিতি বাড়বে। সাহস বৃদ্ধি পাবে।
advertisement
6/8
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের আদিত্য–মঙ্গল রাজযোগে ইতিবাচক সময় আসছে৷ শত্রু পরাস্ত হবে। আপনার আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। দূরদেশ থেকে লাভ হবে। ব্যবসা ভাল চলবে। সাহস বাড়বে এবং আপনি উদ্যোমী বোধ করবেন।
advertisement
7/8
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের সূর্য–মঙ্গলের রাজযোগে ভাল সময় শুরু হতে চলেছে৷ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনও ইচ্ছাপূরণ হতে পারে৷
advertisement
8/8
অহঙ্কার ও রাগ নিয়ন্ত্রণে রাখলে প্রচুর উপকার মিলবে। কাজে পারফরম্যান্স উন্নত হবে। বড় সাফল্য অর্জন করতে পারবেন। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: রবিবারেই সূর্য-মঙ্গলের গোচরে আদিত্য–মঙ্গল রাজযোগ! ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি