Vastu Tips For Money: ভুলেও 'এই' ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips For Money: বাস্তুশাস্ত্র অনুসারে কিছু সাদা জিনিস হাত থেকে পড়ে যাওয়া খুবই অশুভ। যার কারণে ঘটতে থাকে নানা অপ্রীতিকর ঘটনা। কী কী রয়েছে তালিকায়, তা না জানলেই বিপদ৷
advertisement
1/6

advertisement
2/6
পটাসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে- নারকেল জলে প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে এবং এটি খুব বেশি পান করলে রক্তে পটাসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে।
advertisement
3/6
দুধকে সুষম খাদ্যের মর্যাদা দেওয়া হয়ে। এর কারণ হল দুধ খুবই পুষ্টিকর। দুধ কীভাবে খাওয়া উচিত এবং কীভাবে খাওয়া উচিত নয়, সে সম্পর্কে খুব কম মানুষ অবগত। দুধ পুষ্টিকর, তবে এর মানে এই নয় যে আপনি এটি যা খুশি তাই দিয়ে খেতে পারেন।
advertisement
4/6
বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর প্রভাবে বাতাস হয়েছে গরম৷ এর ফলে বৃষ্টির পরিমাণও অত্যাধিক মাত্রায় কমেছে৷ তাতেই হয়েছে চাষের ক্ষতি৷ তবে এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উন্নয়নশীল দেশগুলি৷ উন্নত দেশগুলির মানুষের ক্রয়ক্ষমতার থেকে তৃতীয় বিশ্বের এই দেশগুলির মানুষের ক্রয়ক্ষমতা কম, তাতেই হয়েছে বিপত্তি৷
advertisement
5/6
ভাত বসানোর আগে একাধিকবার চাল ধোওয়ার দরকার নেই। কেউ কেউ না ধুয়েই রান্না করেন। কিন্তু চাল ভিজিয়ে রাখার পর রান্না করা খুবই উপকারী। সেজন্যই আমাদের গুরুজনেরা ভাত রান্নার আগে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখতেন।
advertisement
6/6
.
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips For Money: ভুলেও 'এই' ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!