Lucky Child Name: নিজের হাতে সন্তানের ভবিষ্যত গড়ে দিন, রাশি মিলিয়ে সন্তানের নামের প্রথম অক্ষর বাছলেই ‘রাজ’ করবে সে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lucky Child Name: নামের প্রথম অক্ষরেই লুকিয়ে ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি, জ্যোতিষীর পরামর্শে ঝটপট ভেবে নিন ভাবী সন্তানের নাম
advertisement
1/11

মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম৷ নামের অক্ষর অনেকেই অনেক হিসেবনিকেষ করে রাখেন৷ কিন্তু জানেন কি শুধু হিসেবনিকেষ করলেই ছেলে-মেয়ের ভাগ্য উজ্জ্বল হবে হিসেবটা এতটা সোজা নয়৷ জ্যোতিষবিদ বিপুল কুমার দাস জানান, "জীবনের সমস্ত কাজে বাধার অন্যতম কারণ হতে পারে নাম। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। তাই রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কি হলে শুভ জেনে নেওয়া যাক।" Photo- Represnetative
advertisement
2/11
তুলা রাশির জন্য শ, স, কে এবং ড বর্ণগুলি শুভ বলে মনে করা হয়। সাফল্যের জন্য 'S' অক্ষরটি ব্যবহার করা উচিৎ।
advertisement
3/11
মেষ রাশির জন্য ম, ভ এবং ন দিয়ে শুরু হওয়া নামগুলি দ্রুত সাফল্য এবং আর্থিক লাভের জন্য শুভ।
advertisement
4/11
ক, স, অ এবং র বর্ণ কুম্ভ রাশির জন্য শুভ। তাঁদের জন্য 'ক' অক্ষরটি এই রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা আনে।
advertisement
5/11
বৃষ রাশির জন্য শুভ অক্ষর প, ছ। বিবাহিত জীবন এবং কর্মজীবনে সাফল্যের জন্য 'C' সেরা।
advertisement
6/11
কর্কট রাশির জন্য 'M' এবং 'D' অক্ষরগুলি গুরুত্বপূর্ণ। জীবনে সফলতার জন্য শ বা ডি অক্ষর ব্যবহার করা উচিৎ।
advertisement
7/11
মিথুন রাশির জন্য প্রধানত র এবং শ শুভ। জীবনে সফলতার জন্য 'S' অক্ষর ব্যবহার করা উচিৎ।
advertisement
8/11
কন্যা রাশির জন্য G, O এবং R অক্ষরগুলি শুভ। তাদের সবসময় সম্পদ এবং সুখের জন্য 'R' অক্ষর ব্যবহার করা উচিৎ।
advertisement
9/11
সিংহ রাশির জন্য B, Y, L এবং A বর্ণগুলি সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা উচিৎ।
advertisement
10/11
ধনুর রাশির জন্য শ, ম, হ এবং অ বর্ণ তাদের জন্য শুভ। তাঁদের জীবনে শান্তি ও অগ্রগতির জন্য 'ক' অক্ষর ব্যবহার করা উচিৎ।
advertisement
11/11
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lucky Child Name: নিজের হাতে সন্তানের ভবিষ্যত গড়ে দিন, রাশি মিলিয়ে সন্তানের নামের প্রথম অক্ষর বাছলেই ‘রাজ’ করবে সে