Numerology Special Article: সমস্ত পছন্দ-অপছন্দ মিলে যায় এই দুই সংখ্যার! জেনে নিন তাঁদের সম্পর্কে কী বলছে সংখ্যাতত্ত্ব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সংখ্যা ৩-এর সঙ্গে সংখ্যা ৬-এর জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলছে ৷
advertisement
1/12

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২।
advertisement
2/12
ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সেই হিসেবে জাতক-জাতিকার সঙ্গে কোন সংখ্যার জাতক-জাতিকার প্রেম সম্পর্ক সুখের হবে, তাও বলে দিতে পারে সংখ্যাতত্ত্ব।
advertisement
3/12
সংখ্যা ৩-এর (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ২০ তারিখে) সঙ্গে সংখ্যা ৬-এর (যাঁদের জন্ম ৬, ১৫, এবং ২৪ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
advertisement
4/12
সংখ্যাতত্ত্ব অনুযায়ী সংখ্যা ৩ এবং সংখ্যা ৬-এর একটা দারুন জমকালো সম্পর্ক গড়ে উঠতে পারে। এই দুই সংখ্যার ভাললাগা বা মন্দলাগার মধ্যে এক দারুন সঙ্গতি রয়েছে। তাই এঁরা প্রায় সব সময়ই পরস্পরের সান্নিধ্যে সুখ অনুভব করে।
advertisement
5/12
সেই সঙ্গে একটা স্বাচ্ছন্দ্যও থাকে। তাই এঁরা পরস্পরের প্রতি ভালবাসা প্রকাশ করতেও কখনও কুণ্ঠা বোধ করেন না। এক সঙ্গে সময় কাটাতে এঁরা খুবই পছন্দ করেন।
advertisement
6/12
এঁদের সম্পর্কের সবচেয়ে সেরা দিক হল এঁদের মন। এঁরা সব সময় সঙ্গীর কাছে মন খুলে কথা বলতে পারেন। তাঁদের ভিতরের সমস্ত আবেগ সঙ্গীর কাছে উজাড় করে দিতে পারেন।
advertisement
7/12
সংখ্যা ৩ দেবগুরু বৃহস্পতির দ্বারা চালিত অন্যদিকে সংখ্যা ৬-এর অধিপতি হল শুক্র। এঁদের জীবন সব সময়ই প্রাণোচ্ছ্বল এবং হাস্যোজ্জ্বল। এই দুই সংখ্যা যখন একটি পরিবার গঠন করে, তখন অবশ্যই সংখ্যা ৬ যাবতীয় দায়িত্ব মাথা পেতে নেন।
advertisement
8/12
সংখ্যা ৩-এর জীবন আশার আলোয় ভরে ওঠে। সব সময় তাঁর পাশে দাঁড়ান সংখ্যা ৬। আবার উল্টোটাও ঘটে। ফলে পারস্পরিক বোঝাপড়ার কোথাও কোনও বিচ্যুতি ঘটে না।
advertisement
9/12
এই সম্পর্কটাই যদি পেশাগত ক্ষেত্রে হয়, তাহলেও একই রকম সাফল্য প্রত্যাশা করা যেতে পারে। সংখ্যা ৩-এর জাতক-জাতিকারা সব সময় খুব উদ্দীপনায় ভরা হন।
advertisement
10/12
চট জলদি আয়ের পথ করার পরিকল্পনা সব সময় তাঁদের থাকে। অন্যদিকে সংখ্যা ৬-এর জাতক-জাতিকরা অনেক বেশি দায়িত্ববান হয়ে থাকেন। তাঁরা দলগত কাজে বিশ্বাসী।
advertisement
11/12
তবে অনেক সময় সংখ্যা ৩-এর স্বভাবগত চাঞ্চল্য, সকলের সঙ্গে মেলামেশার কারণে সংখ্যা ৬-এর জাতক-জাতিকা বিরক্ত হতে পারে, এমনকী তাঁরা ঈর্ষাণ্বিতও হতে পারেন। সংখ্যা ৬-কে সব সময় মনে রাখতে হবে, এটা সংখ্যা ৩-এর জন্মগত স্বভাব। এর মধ্যে কোনও অন্যায় উদ্দেশ্য নেই।
advertisement
12/12
সম্পর্ক আরও মজবুত করতে ১. দরিদ্রদের দধি দান করুন। ২. কলা গাছের নীচে চিনির জল ঢালুন। ৩. পুরুষরা তাঁদের ব্যাগে কাঁচা হলুদ রাখুন। ৪. বাঁ হাতে রুপোর ব্রেসলেট বা বালা অথবা ঘড়ি পরুন। ৫. প্রতি বছর অন্তত একবার গুরু পূজা ও শুক্র পূজা করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology Special Article: সমস্ত পছন্দ-অপছন্দ মিলে যায় এই দুই সংখ্যার! জেনে নিন তাঁদের সম্পর্কে কী বলছে সংখ্যাতত্ত্ব