Diwali 2023 Astrology: সময় মাত্র ৩ ঘণ্টা! ৫০০ বছর পর দীপাবলিতে বিরল বিস্ময়কর ৮ মহাযোগ! ধন-সমৃদ্ধি-সাফল্য লুটিয়ে পড়বে পায়ে
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Diwali 2023 Astrology: দীপাবলির দিনে আটটি শুভ যোগ তৈরি হতে চলেছে। প্রায় ৫০০ বছর পরে, দীপাবলিতে এমন বিস্ময়কর যোগ তৈরি হতে চলেছে।
advertisement
1/9

*ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করে থাকেন। ধর্ম বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবীলক্ষ্মী ও ভগবান গণেশের আরাধনা করার প্রথা রয়েছে।
advertisement
2/9
*জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী, বহু বছর পর এই দীপাবলিতে একটি বিস্ময়কর যোগ তৈরি হতে চলেছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আগামী ১২ নভেম্বর দীপাবলি উৎসব পালিত হবে।
advertisement
3/9
*জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, ওই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে দুপুর আড়াইটা থেকে। সন্ধ্যাকালে লক্ষ্মীপুজোর সময় পঞ্চ রাজযোগ তৈরি হতে চলেছে। পাশাপাশি আয়ুষ্মান সৌভাগ্য এবং মহালক্ষ্মী যোগও তৈরি হবে।
advertisement
4/9
*সব মিলিয়ে দীপাবলির দিনে আটটি শুভ যোগ তৈরি হতে চলেছে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেন, প্রায় ৫০০ বছর পরে, দীপাবলিতে এমন বিস্ময়কর যোগ তৈরি হতে চলেছে।
advertisement
5/9
*ওই দিন গজকেশরী যোগ, উভয়াচারী যোগ, হর্ষ এবং দুর্ধারা নামে পাঁচটি রাজ যোগ গঠিত হচ্ছে। এই ধরনের যোগ ধন-সম্পদ, সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসে। পাশাপাশি প্রতিপত্তি বৃদ্ধি পায়। অম্ভ্যায় যোগ অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ায়।
advertisement
6/9
*দীপাবলির দিনে দেবীলক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করার প্রথা রয়েছে। সন্ধ্যাকালে লক্ষ্মী-গণেশের পুজো করলে সকল প্রকার সমস্যা দূর হয় এবং দেবীলক্ষ্মী প্রসন্না হন। প্রদোষকালকে লক্ষ্মী পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়।
advertisement
7/9
*১২ নভেম্বর বিকেল ৫টা ২৮ মিনিট থেকে প্রদোষকাল শুরু হবে এবং তা চলবে রাত ৮টা পর্যন্ত। এই শুভ সময়ে লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, এই বছর দীপাবলি দু’দিন ধরে পালিত হবে কিনা, তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
advertisement
8/9
*অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, অমাবস্যা তিথি ১২ নভেম্বর দুপুর ২:৪৪টা থেকে শুরু হবে এবং ১৩ নভেম্বর দুপুর ২:৫৬টা পর্যন্ত চলবে।
advertisement
9/9
*শাস্ত্রের বিধান অনুসারে, প্রদোষ কল্যাণী সূর্যাস্তের সময় অমাবস্যা তিথিতে লক্ষ্মীপুজো করা হয়। তাই ১৩ নভেম্বর দীপাবলি পালনের সুযোগ পাওয়া যাবে না। দীপাবলি পালিত হবে ১২ নভেম্বরই। উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diwali 2023 Astrology: সময় মাত্র ৩ ঘণ্টা! ৫০০ বছর পর দীপাবলিতে বিরল বিস্ময়কর ৮ মহাযোগ! ধন-সমৃদ্ধি-সাফল্য লুটিয়ে পড়বে পায়ে