Vastu Tips: টাকার বৃষ্টি হবে! দূর হবে যাবতীয় দুশ্চিন্তা, শুধু মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই ৫ নিয়ম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপনার ভাগ্যও রাতারাতি সুপ্রসন্ন হতে পারে। কিছু মানুষ হাড়ভাঙা পরিশ্রম করেন বটে, কিন্তু, খুব কাছে এসেও সাফল্য তাঁকে ধরা দেয় না৷ এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বাস্তু নিয়ম মেনে চললে জীবনের মান উন্নত হয়৷ সেগুলোই বলছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা ডঃ কৃষ্ণ কুমার ভার্গব
advertisement
1/7

সংসারের সুখ-সমৃদ্ধিতে বাস্তুর গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে বাস্তুর কিছু বিষয় মাথায় রাখলে সংসারের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়৷ আপনার ভাগ্যও রাতারাতি সুপ্রসন্ন হতে পারে। কিছু মানুষ হাড়ভাঙা পরিশ্রম করেন বটে, কিন্তু, খুব কাছে এসেও সাফল্য তাঁকে ধরা দেয় না৷ এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বাস্তু নিয়ম মেনে চললে জীবনের মান উন্নত হয়৷ সেগুলোই বলছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা ডঃ কৃষ্ণ কুমার ভার্গব।
advertisement
2/7
ভগবান কুবের সমৃদ্ধি এবং সুখের প্রতীক৷ তিনি বাড়ির উত্তর-পূর্ব দিকে অবস্থান করেন। তাই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন কুবের যন্ত্র। এতে ভাগ্য উজ্জ্বল হবে এবং সংসার অর্থে পরিপূর্ণ হবে। বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনও ভারী আসবাবপত্র বা জুতোর তাক রাখবেন না। এতে সংসারে কোনওদিন অর্থাগম হবে না৷ অশান্তির পরিবেশ বিরাজ করবে৷
advertisement
3/7
জীবনে যদি প্রচুর অর্থলাভ করতে চান, তাহলে বাস্তু অনুসারে বাড়িতে লকার রাখুন। বাস্তু মতে, ঘরের দক্ষিণ-পশ্চিম কোণ লকার রাখার জন্য শ্রেষ্ঠ। এটি স্থিরতা নিশ্চিত করে। বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে কখনওই বাড়ির মূল আলমারি বা লকার রাখবেন না। এটি অশুভ।
advertisement
4/7
বাড়ির প্রধান দরজাকে বাস্তুশাস্ত্রে অন্যতম গুরুত্ব দেওয়া হয়৷ দেখতে হবে, আপনার বাড়ির মূল দরজায় যাতে কোনও ফাটল বা চিড় না থেকে৷ কোনও ভাবে যাতে তার তালা বা লকিং সিস্টেম খারাপ না থাকে৷ সৌভাগ্যের জন্য বাড়ির মূল দরজার পাশে মানিপ্লান্ট, উইন্ড চাইম, নেম প্লেট লাগাতে পারেন৷
advertisement
5/7
দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে চাইলে প্রতিদিন বাড়ির বারান্দায় একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জল রেখে দিন। এতে জীবনের সমস্যা ধীরে ধীরে দূরীভূত হয় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। পাশাপাশি, বাড়ির বাইরে পশুদের জন্যও খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। যেখানে খাবার ও জল রাখা থাকবে, সেই জায়গাটা ভালভাবে পরিষ্কার করতে হবে।
advertisement
6/7
প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নীচে প্রদীপ জ্বালান। এতে সংসারে ইতিবাচকতা আসে। এছাড়াও, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকে। আর্থিক সংকটের সমাধান হয়।
advertisement
7/7
এছাড়া, প্রতিদিন স্নানের পরে বাড়ির ঈশাণ কোণে গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে অষ্ট ঐশ্বর্য সৃষ্টি হবে। (Disclaimer: এই প্রতিবেদনে দেওয়া তথ্য নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এটি মানার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: টাকার বৃষ্টি হবে! দূর হবে যাবতীয় দুশ্চিন্তা, শুধু মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই ৫ নিয়ম