Hanuman Bhog: এই ৫টি ভোগে সন্তুষ্ট বজরংবলী! কর্মক্ষেত্রে উন্নতি, মনের মতো সঙ্গী নিশ্চিত
- Published by:Pooja Basu
Last Updated:
যিনি পূর্ণ ভক্তি ও ভক্তি সহকারে তাঁর আরাধনা করেন, বজরংবলী (Lord Hanuman) তাঁর সমস্ত কষ্ট দূর করেন।
advertisement
1/5

বজরংবলী গুড় এবং ছোলা খুব পছন্দ করেন। তাই তাঁর প্রসাদে গুড়-ছোলা নিবেদন করা হয়৷ মঙ্গল এবং শনিবার গুড়-ছোলা নিবেদন করে রামভক্ত হনুমানকে খুশি করতে পারেন আপনি এবং বজরংবলীর কৃপায় সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
2/5
পান অর্পণের উদ্দেশ্য হল আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ঈশ্বর নিজেই নেবেন। মঙ্গলবার পুজোর পর হনুমানজিকে বেনারসি পানের রসালো বীজ নিবেদন করা খুব ভাল বলে মনে করা হয়।
advertisement
3/5
প্রতি মঙ্গলবার মিষ্টি রুটি বানিয়ে বজরংবলীকে অর্পণ করুন৷ আপনার উন্নতির পথ খুলে যাবে। বজরংবলীর আর্শীবাদে আপনার কোনও কাজে কোনও বাধা থাকবে না।
advertisement
4/5
অমৃতি হনুমানজির খুব প্রিয় ভোগ। এটি মঙ্গলবার এবং অন্য যে কোনও দিন হনুমানজিকে নিবেদন করতে পারেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণের আশীর্বাদ পেতে পারেন।
advertisement
5/5
বজরংবলীকে বোঁদে বা বেসনের লাড্ডু নিবেদন করা হয়। তিনি বেসন লাড্ডু খুব পছন্দ করেন। কাঙ্খিত জীবনসঙ্গী পেতে প্রতি মঙ্গল ও শনিবার বজরংবলীকে বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন। ঈশ্বরকে এই নিবেদনের ফলে ভাগ্যে যে গ্রহের সমস্যা থাকে তার থেকে মুক্তি মিলতে পারে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Bhog: এই ৫টি ভোগে সন্তুষ্ট বজরংবলী! কর্মক্ষেত্রে উন্নতি, মনের মতো সঙ্গী নিশ্চিত