TRENDING:

2024 Numerology Prediction: জন্মদিন কবে...? জন্মতারিখ মিলিয়ে জেনে নিন কেমন কাটবে নতুন বছর ২০২৪? রইল সংখ্যা অনুযায়ী ভাগ্যফল!

Last Updated:
2024 Numerology Prediction: সংখ্যাতত্ত্ব দিয়ে বহু প্রাচীন কাল থেকেই ভাগ্যগণনা হয়ে আসছে। জন্ম তারিখ অনুযায়ী আমাদের শুভ সংখ্যা স্থির করা হয়। এর পর সেই সংখ্যা অনুযায়ী,আমাদের ভবিষ্যৎ গণনা করা হয়। আসুন দেখে নেওয়া যাক, আপনার ২০২৪ সাল কী বলছে।
advertisement
1/11
জন্মদিন কবে...? জন্মতারিখ মিলিয়ে জেনে নিন কেমন কাটবে নতুন বছর ২০২৪?
সংখ্যাতত্ত্ব এমনই একটি বিষয় যা বলে দিতে পারে আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ। এই সংখ্যাতত্ত্ব যেমন অঙ্কে গুরুত্বপূর্ণ, তেমনই ভাগ্যগণনাতেও অত্যন্ত জরুরি। নতুন বছর ২০২৪ সালে আপনার শুভ সংখ্যা কী? এই বছর কেমন কাটবে আপনার? জানুন।
advertisement
2/11
সংখ্যাতত্ত্ব দিয়ে বহু প্রাচীন কাল থেকেই ভাগ্যগণনা হয়ে আসছে। জন্ম তারিখ অনুযায়ী আমাদের শুভ সংখ্যা স্থির করা হয়। এর পর সেই সংখ্যা অনুযায়ী,আমাদের ভবিষ্যৎ গণনা করা হয়। আসুন দেখে নেওয়া যাক, আপনার ২০২৪ সাল কী বলছে।
advertisement
3/11
সংখ্যা ১: মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ১। বেশ কিছু ভাল বদল আসতে চলেছে আপনার জীবনে। ২০২৪ সালে নতুন করে প্রেমে পড়বেন। সাফল্যে আসবে আপনার কর্মক্ষেত্রে। আগের হেরে যাওয়া থেকে ভয় পেলে চলবে না। নতুন সুযোগের দিকে এগিয়ে যেতে হবে সাহস নিয়ে। ২০২৪ ব্যবসায় বড় লাভের সুযোগ করে দেবে।
advertisement
4/11
সংখ্যা ২: মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ২। কঠোর পরিশ্রমী হলেও ধৈর্য ধরতে হবে। বছরের গোড়ায় বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন। প্রেম সম্পর্ক আরও মজবুত হবে। বিবাহিত জীবনে সুখবর পেতে পারেন। ধার অনেকটাই শোধ হয়ে যাবে বছরের মাঝামাঝি।
advertisement
5/11
সংখ্যা ৩: মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৩। নতুন করে কাজ করার উদ্যম পাবেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। পারিবারিক অশান্তি কিছুটা চিন্তায় ফেলতে পারে। ঠাণ্ডা মাথায় সামলাতে হবে। এর পাশাপাশি বিবাহিত জীবনেও মন দিতে হবে। বছরের মাঝামাঝি সময় জীবনে প্রেম আসবে। ব্যবসায় লাভের সুযোগ থাকছে পুজোর পর। এই বছর ধারদেনা না করাই ভাল।
advertisement
6/11
সংখ্যা ৪: মাসের ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৪। ২০২৪ সাল একগুচ্ছ সুখবর নিয়ে আসতে চলেছে। এর জন্য আগে থেকেই সতর্ক থাকুন। বছরের মাঝামাঝি বড় খরচের আশঙ্কা রয়েছে। তাই বুঝে শুনে খরচ করাই ভাল। প্রেম মজবুত হবে। স্বাস্থ্যের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। তবে বছর শেষে বিবাহিত জীবনে সুখবর আসবে। প্রোমোশনের সুযোগও রয়েছে।
advertisement
7/11
সংখ্যা ৫: মাসের ৫, ১৪ ও ২৩ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৫। ২০২৪ সালের গোড়ার দিকে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। কেরিয়ারে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে। মাথা ঠাণ্ডা রাখুন এই সময়। বছরের মাঝামাঝি প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে বছর শেষে। ক্রণিক রোগ যেমন সুগার, প্রেশার থাকলে নিয়মিত চেকআপ করান।
advertisement
8/11
সংখ্যা ৬: মাসের ৬, ১৫ ও ২৪ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৬। আগামী বছরটা বেশ কিছু সুখবর অপেক্ষা করছে আপনার জন্য। এই বছর কর্মক্ষেত্রে সহকর্মী কলকাঠি নাড়তে পারে। যার জেরে বড় বিপদের আশঙ্কা রয়েছে। চাকরি বদলের সুযোগ আসবে। পরিবারের অশান্তি পড়াশোনার ক্ষতি করতে পারে।
advertisement
9/11
সংখ্যা ৭: মাসের ৭, ১৬ ও ২৫ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৭। ২০২৪ সালে আপনার অনেক স্বপ্নই সুন্দরভাবে পূরণ হতে চলেছে। তবে তার জন্য পরিশ্রমও বাড়বে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। প্রোমোশন হতে পারে মার্চ মাসের পর। গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে চলেছে অক্টোবরের শেষে। প্রেমে নতুন করে পড়তে পারেন। পাশাপাশি বিবাহিত জীবনেও সুখবর আসতে চলেছে।
advertisement
10/11
সংখ্যা ৮: মাসের ৮, ১৭ ও ২৬ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৮। ২০২৪ সালে কেরিয়ারে বড় উন্নতির অবকাশ রয়েছে। এই বছর শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে অনেকটাই। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। স্বাস্থ্যের সমস্যা কিছুটা ভোগাতে পারে বছর শেষে। পরিবারে শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবন আরও মজবুত হবে এই বছর।
advertisement
11/11
সংখ্যা ৯: একইসঙ্গে মাসের ৯, ১৮ ও ২৭ তারিখে জন্ম যাদের, তাদের সংখ্যা ৯। ২০২৪ সালে আর্থিক উন্নতির সুযোগ রয়েছে। গোটা বছর জুড়ে আপনার বেশ কয়েকটি ইচ্ছা পূরণ হতে চলেছে। এছাড়াও, বিবাহিত জীবনে সুখবর পেতে পারেন বছরের গোড়ায়। অবিবাহিতদের জন্যও এই বছর সুখবর রয়েছে। পড়াশোনায় চাপ বাড়বে পরীক্ষার্থীদের।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
2024 Numerology Prediction: জন্মদিন কবে...? জন্মতারিখ মিলিয়ে জেনে নিন কেমন কাটবে নতুন বছর ২০২৪? রইল সংখ্যা অনুযায়ী ভাগ্যফল!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল